menu-iconlogo
huatong
huatong
avatar

Tumi Amar Ghum তুমি আমার ঘুম

T W Shoinikhuatong
montornes1huatong
Тексты
Записи
তুমি আমার ঘুম

তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা

তুমি আমার সুখ

তবু তোমায় নিয়ে ঘর বাধিনা

তুমি আমার খোলা আকাশ

কখনো সুর্য দেখিনা

তুমি আমার দিন থেকে রাত

আমি যে সময় জানিনা

তুমি আমার ঘুম

তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা

তুমি আমার সুখ

তবু তোমায় নিয়ে ঘর বাধিনা

তুমি আমার খোলা আকাশ

কখনো সুর্য দেখিনা

তুমি আমার দিন থেকে রাত

আমি যে সময় জানিনা

আমি বৃষ্টি চায় অবিরত মেঘ

তবু সমুদ্র চোবনা

মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা

আমি বৃষ্টি চায় অবিরত মেঘ

তবু সমুদ্র চোবনা

মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা

তুমি আমার খোলা আকাশ কখনো সুর্য দেখিনা

তুমি আমার দিন থেকে রাত আমি যে সময় জানিনা

তুমি আমার ঘুম

তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা

তুমি আমার সুখ

তবু তোমায় নিয়ে ঘর বাধিনা

তুমি আমার খোলা আকাশ

কখনো সুর্য দেখিনা

তুমি আমার দিন থেকে রাত

আমি যে সময় জানিনা

ভালবাসা জলের মত

দুহাত যেন ভরেনা

প্রিয় মুখ তারার মত ,দুচোখে গোনা যায়না

ভালবাসা জলের মত

দুহাত যেন ভরেনা

প্রিয় মুখ তারার মত ,দুচোখে গোনা যায়না

তুমি আমার খোলা আকাশ

কখনো সুর্য দেখিনা

তুমি আমার দিন থেকে রাত

আমি যে সময় জানিনা

তুমি আমার ঘুম

তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা

তুমি আমার সুখ

তবু তোমায় নিয়ে ঘর বাধিনা

তুমি আমার খোলা আকাশ

কখনো সুর্য দেখিনা

তুমি আমার দিন থেকে রাত

আমি যে সময় জানিনা

তুমি আমার ঘুম

তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা

তুমি আমার সুখ

তবু তোমায় নিয়ে ঘর বাধিনা

তুমি আমার ঘুম

তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখিনা

তুমি আমার সুখ

তবু তোমায় নিয়ে

ঘর বাধিনা

Еще от T W Shoinik

Смотреть всеlogo

Тебе Может Понравиться