menu-iconlogo
huatong
huatong
tahsanelita-sporsher-baire-cover-image

Sporsher Baire

Tahsan/Elitahuatong
ᏗᏒᏁᏗᏰ🎧ᏦᏂᏗᏁhuatong
Тексты
Записи
ফ্রেমে বন্দী কোন ক্যামেরায়

গ্রীষ্মের পড়ন্ত বিকেল তুমি

অথবা বর্ষার আকাশে মেঘের আলোতে

লুকিয়ে থাকা ঐ রোদ তুমি

তোমার ঐ মৃদুকালো চোখের ভাষা

মাতাল করা হাসি আর ভেজা চুলে

গোলাপি ঐ ঠোঁটের বেলকনিতে

রংতুলিতে আঁকা আমার অবসর বিকেল

সব তুলনার ঊর্ধ্বে তুমি

আজও তোমার স্পর্শ লোভে

খুঁজি তোমায় স্বপ্ন গানে

আজও তোমার অপেক্ষাতে

টুকরো কিছু ভাগ্যে স্বপ্নে আপন

মাঝখানে অদৃশ্য দেয়াল

খুঁজে ফিরি তোমায় কোন মায়ায়

হারিয়ে যেন উপহাসে

হারিয়ে সেই সকাল

হারিয়ে সেই বিকেল

বৃষ্টি ভেজা দুপুর, অলস মেঘ রোদ্দুর

আসবে না জানি ফিরে

খুঁজি তোমায় স্বপ্ন গানে

আজও তোমার অপেক্ষাতে

খুঁজি তোমায় স্বপ্ন গানে

আজও তোমার স্পর্শ লোভে

কোন এক স্বপ্ন সুখের গল্পের রাণী হয়ে

কোন এক আঁধার রাতের জোনাক তুমি হয়ে

তুমি যেন সব অপূর্ণতার পূর্ণ হয়ে

এতো কাছে থেকেও কেন স্পর্শের বাইরে

খুঁজি তোমায় স্বপ্ন গানে

আজও তোমার অপেক্ষাতে

খুঁজি তোমায় স্বপ্ন গানে

আজও তোমার স্পর্শ লোভে

খুঁজি তোমায় স্বপ্ন গানে

আজও তোমার অপেক্ষাতে

খুঁজি তোমায় স্বপ্ন গানে

আজও তোমার স্পর্শ লোভে

Еще от Tahsan/Elita

Смотреть всеlogo

Тебе Может Понравиться