menu-iconlogo
huatong
huatong
avatar

EK SOHOR VALOBASHA

tanjib sarwarhuatong
miertm67huatong
Тексты
Записи

nazrulsr

তোমার এলোমেলো চুলে

আমার সাদা মনে

হারিয়ে যেতে চাই

কোন হুড তোলা রিকশায়

এক মুঠো প্রেম এড়িয়ে

আমার শূন্য পকেটে

হারাতে দ্বিধা নাই

অচেনা গলিতে

এক শহর ভালবাসা দিতে চাই

এই নরম বিকেলে

মুখোমুখি দাড়িয়ে

শুধু বলতে ভয়

ভালোবাসাতে চাই

দ্বিধার আদরে

আমি খুব সাধারন

সাদামাটা একজন

মরতে পারি

বাঁচতে শিখি

না দ্বিধা ছাড়াই

nazrulsr

তোমার সাথে

এই পথটি যেন আজ শেষ না হয়

এমন করে

তোমার নরম হাতের ঐ ছোঁয়ায়

ইচ্ছে করে

জমা চায়ের কাপে বৃষ্টি নামুক

হোক সন্ধ্যা রাত

তবু এই সময় থেমে থাকুক

বুলিয়ে দাও রাঙিয়ে

ঐ মায়া যাদু হাতে

কি সুখ লাগে

এক শহর ভালবাসা দিতে চাই

এই নরম বিকেলে

মুখোমুখি দাড়িয়ে

শুধু বলতে ভয়

ভালোবাসাতে চাই

দ্বিধার আদরে

আমি খুব সাধারন

সাদামাটা একজন

মরতে পারি

বাঁচতে শিখি

না দ্বিধা ছাড়াই

তোমার এলো মেলো চুলে

আমার সাদা মনে

হারিয়ে যেতে চাই

কোন হুট তোলা রিকসায়

এক মুঠো প্রেম এরিয়ে

আমার শুন্য পকেটে

হারাতে দিধা নাই

অচেনা গলিতে

এক শহর ভালবাসা দিতে চাই

এই নরম বিকেলে

মুখোমুখি দাড়িয়ে

শুধু বলতে ভয়

ভালবাসতে চাই

দ্বিধার আদরে

আমি খবু সাধারন

সাদা মাটা একজন

মরতে পারি

বাঁচতে শিখি

না দ্বিধা ছারাই

এই নরম বিকেলে

মুখোমুখি দাড়িয়ে

শুধু বলতে ভয়

ভালবাসতে চাই

দ্বিধার আদরে

আমি খুব সাধারন

সাদা মাটা একজন

মরতে পারি

বাঁচতে শিখি

না দ্বিধা ছারাই।

সমাপ্ত

Еще от tanjib sarwar

Смотреть всеlogo

Тебе Может Понравиться