menu-iconlogo
huatong
huatong
avatar

Oviman | অভিমান

Tanveer Evan | Piran Khanhuatong
mrsdavishhuatong
Тексты
Записи
আমি পারিনি তোমাকে

আপন করে রাখতে,

আমি পারিনি তোমাকে

আবার আমার করে রাখতে।

তুমি বুঝনি, আমি বলিনি

তুমি স্বপ্নতে কেন আসনি?

আমার অভিমান তোমাকে নিয়ে

সব গেয়েছি।

গানে গানে সুরে সুরে কত কথা

বলেছি তোমাকে,

তুমি বুঝনি, বুঝনি।।

কখনো যদি, আনমনে চেয়ে

আকাশের পানে আমাকে খুঁজো,

কখনো যদি, হঠাৎ এসে

জড়িয়ে ধরে বলো ভালোবাসো।

আমি প্রতি রাত, হ্যাঁ প্রতিক্ষণ

খুব অজানায় কত অভিনয়,

করে বসি তোমায় ভেবে।

আমার অযথা সব লেখা গান

সব শুনে মন করে উচাটন,

তুমি বোঝোনি কেন আমাকে?

তুমি বুঝনি, আমি বলিনি

তুমি স্বপ্নতে কেন আসনি?

আমার অভিমান তোমাকে নিয়ে

সব গেয়েছি।

গানে গানে সুরে সুরে কত কথা

বলেছি তোমাকে,

তুমি বুঝোনি, বুঝোনি।

Тебе Может Понравиться