menu-iconlogo
huatong
huatong
tapan-chowdhury-polash-futeche-shimul-futeche-cover-image

পলাশ ফুটেছে শিমুল ফুটেছে | Polash Futeche Shimul Futeche

Tapan Chowdhuryhuatong
pmomalleyhuatong
Тексты
Записи
শিল্পীঃ তপন চৌধুরী

গীতিকারঃ তাজুল ইমাম

সুরকারঃ তাজুল ইমাম

পলাশ ফুটেছে শিমুল ফুটেছে

এসেছে দারুন মাস

আমি জেনে গেছি তুমি

আসিবেনা ফিরে, মিটিবে না পিয়াস

পলাশ ফুটেছে শিমুল ফুটেছে

এসেছে দারুন মাস

আমি জেনে গেছি তুমি

আসিবেনা ফিরে, মিটিবেনা পিয়াস

পলাশ ফুটেছে শিমুল ফুটেছে

কতদিন কত আশার স্বপন

দেখেছি সঙ্গোপনে..

কতদিন কত আশার স্বপন

দেখেছি সঙ্গোপনে

হৃদয় আমার ভরিয়েছিলাম

দখিনা সমীরণে

স্বপন আমার বিফল হলো

স্বপন আমার.. মনোরে….

স্বপন আমার, বিফল হলো

আসেনি সে মধু মাস

আমি জেনে গেছি তুমি

আসিবেনা ফিরে, মিটিবে না পিয়াস

পলাশ ফুটেছে শিমুল ফুটেছে

তোমার রঙ্গিন কুঞ্জমেলায়

রং দিতে আমি এসে…

তোমার রঙ্গিন কুঞ্জমেলায়

রং দিতে আমি এসে

এ মন আমার রাঙ্গিয়েছিলাম

তোমাকেই ভালবেসে

সুখের বাতাস বহেনা এখন

সুখের বাতাস.. মনোরে….

সুখের বাতাস বহেনা এখন

হৃদয়ে দীর্ঘশ্বাষ

আমি জেনে গেছি তুমি

আসিবেনা ফিরে মিটিবেনা পিয়াস

পলাশ ফুটেছে শিমুল ফুটেছে

এসেছে দারুন মাস

আমি জেনে গেছি তুমি

আসিবেনা ফিরে মিটিবেনা পিয়াস

পলাশ ফুটেছে শিমুল ফুটেছে….

Еще от Tapan Chowdhury

Смотреть всеlogo

Тебе Может Понравиться