menu-iconlogo
huatong
huatong
avatar

Monto shei kobe more geche

Tapan Chowdhuryhuatong
🌴🌴shydurrahman🌴🌴huatong
Тексты
Записи
মন তো সেই কবে,মরে গেছে

স্মৃতির অতলে তাকে দিয়েছি কবর

এতো দিন পর বুঝি পড়লো মনে

তাই কি,নিতে এলে আমার খবর

মন তো সেই কবে,মরে গেছে

স্মৃতির অতলে তাকে দিয়েছি কবর

এতো দিন পর বুঝি পড়লো মনে

তাই কি,নিতে এলে আমার খবর

ঝড়ে যাওয়া ফুলকি,বৃন্তে আবার শোভা পায়

শুকিয়ে অবশেষে,লুটায় পথের.. ধুলায়

ঝড়ে যাওয়া ফুলকি,বৃন্তে আবার শোভা পায়

শুকিয়ে অবশেষে,লুটায় পথের ধুলায়

আমিও তেমন করে,হয়েছি বিলিন,

দুঃখ আমার তাই,হয়েছে দোষর

মন তো সেই কবে,মরে গেছ

স্মৃতির অতলে তাকে দিয়েছি কবর

এতো দিন পর বুঝি পড়লো মনে

তাই কি,নিতে এলে আমার খবর

ছিলো যতো স্বপ্ন মিথ্যে হলো দুর আশায়

তুমি তো খেলার ছলে,ফিরিয়ে দিয়েছো আমায়

ছিলো যতো,স্বপ্ন মিথ্যে হলো দুর আশায়

তুমি তো খেলার ছলে,ফিরিয়ে দিয়েছো আমায়

তোমাকে ভালোবসে দুঃখ পেলাম

বেদনায় এই বুক,হয়েছে পাথর

মন তো সেই কবে,মরে গেছে

স্মৃতির অতলে তাকে দিয়েছি কবর

এতো দিন পর বুঝি পড়লো মনে

তাই কি,নিতে এলে আমার খবর

মন তো সেই কবে,মরে গেছে

স্মৃতির অতলে তাকে দিয়েছি কবর

এতো দিন পর বুঝি পড়লো মনে

তাই কি,নিতে এলে আমার খবর

Еще от Tapan Chowdhury

Смотреть всеlogo

Тебе Может Понравиться