menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি কার পোশা পাখি

Tasrif Khan/Shuvohuatong
mp78-89huatong
Тексты
Записи
তুমি কার পোষা পাখি কাজল বরণ আখি।

কার পোষা পাখি কাজল বরণ আখি।

রক্তজবার মতো তোমার মন....

আমারে কান্দাইয়া পাও কি

সুখ? আমার হৃদয় পিঞ্জরার পোষা পাখিরে

আমারে কান্দাইয়া পাও কি সুখ?(২) প্রথম

যৌবনের টানে যেদিন তোমায় দেখেছি, এই

দেহ পিঞ্জিরার মাঝে আপন করে রেখেছি।

আমি আপন করে রেখেছি।(২) আমি জানতাম যদি

পাখি, দিয়া যাবি ফাকি। জানতাম যদি পাখি

দিয়া যাবি ফাকি, থাকতামনা আর তোরি

আশায় মুখ। আমারে কান্দাইয়া পাও কি

সুখ আমার হৃদয় পিঞ্জরার পোষা পাখিরে

আমারে কান্দাইয়া পাও কি সুখ?(২) তুমি

কার পোষা পাখি কাজল বরণ আখি। কার পোষা

পাখি কাজল বরণ আখি। রক্তজবার মতো তোমার

মন.... আমারে কান্দাইয়া পাও কি সুখ?

আদরো সোহাগের পাখি কোনদিন জানি উড়ে

যায়। ফাক পেলে পালাইয়া যাবে জংগলের

কোন অজানায়।(২) আমি জানতাম যদি পাখি

দিয়া যাবি ফাকি জানতাম যদি পাখি দিয়া

যাবি ফাকি। থাকতামনা আর তোরি আশায় মুখ

আমারে কান্দাইয়া পাও কি সুখ...........

Еще от Tasrif Khan/Shuvo

Смотреть всеlogo

Тебе Может Понравиться