menu-iconlogo
huatong
huatong
avatar

Abar Kobe

Tasrif Khan/Tanjeeb Khanhuatong
songbirdisme3huatong
Тексты
Записи
কেমন আছি তোদের ছাড়া জিগ্যেস করিস কেন?

একেকটা দিন বছর লাগে তোদের ছাড়া যেন

আবার কবে দেখা হবে সুমন মামার টঙে?

চারুকলায় কৃষ্ণচূড়া সাজবে সিঁদুর রঙে

আবার কবে ধরবো ঘোর লাগা নেশা নেশা গানটার সুর?

বুকের কাছে থাকবি তোরা, দেবো না আর যেতে দূর

আবার কবে নতুন এক পৃথিবীতে হবে আমাদের কলতান?

দূরে থেকেও জুড়েই থাকিস, এইটুকুই আহ্বান

কাছে পাবার তৃষ্ণায় আমার প্রাণটা পুড়ে খাক

হঠাৎ কোনো বর্ষার দিনে পাবো তোদের ডাক

সেই বরষায় আমরা ক'জন যাবো চিন্তা ভুলে

এই মন কেমনের দিনগুলো সব পেছন দিকে ফেলে

নগর ভাসছে বিষণ্নতায়, বাড়ছে চিন্তার জাল

সময়টা তো আগ্রাসী, তাই প্রতীক্ষাতেই কাটছে প্রহর-কাল

আবার কবে ধরবো ঘোর লাগা নেশা নেশা গানটার সুর?

বুকের কাছে থাকবি তোরা, দেবো না আর যেতে দূর

আবার কবে নতুন এক পৃথিবীতে হবে আমাদের কলতান?

দূরে থেকেও জুড়েই থাকিস, এইটুকুই আহ্বান

রাখছি বন্ধক তোদের হাসি, সন্ধ্যেবেলার হাওয়া

কোনো চাঁদের আলোয় পুষিয়ে নেবো মোদের যত চাওয়া

জানি কেটে যাবে এই তমসা বেজায় অন্ধকার

স্বপ্নগুলো ভুলিস না কেউ, শেষটা দেখবো তার

লুটপাট হওয়া জীবনের গতি আসবে ফিরে আবার

সকল চড়া কাটিয়ে ঠিকই আনবো প্রাণের জোয়ার

আবার কবে ধরবো ঘোর লাগা নেশা নেশা গানটার সুর?

বুকের কাছে থাকবি তোরা, দেবো না আর যেতে দূর

আবার কবে নতুন এক পৃথিবীতে হবে আমাদের কলতান?

দূরে থেকেও জুড়েই থাকিস, এইটুকুই আহ্বান

Еще от Tasrif Khan/Tanjeeb Khan

Смотреть всеlogo

Тебе Может Понравиться