menu-iconlogo
huatong
huatong
tayeb-raj-de-de-pal-tule-de-cover-image

De De Pal Tule De

Tayeb Rajhuatong
ZASHIUR🎧SMB🎸huatong
Тексты
Записи
দে দে পাল তুলে দে

দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না

দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না

ছেড়ে দে নৌকা

আমি যাবো মদিনা

তুই ছেড়ে দে নৌকা

আমি যাবো মদিনা

দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না

দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না

ছেড়ে দে নৌকা

আমি যাবো মদিনা

তুই ছেড়ে দে নৌকা

আমি যাবো মদিনা

মদিনায় নবী এলো

মা আমিনার ঘরে

হাসিলে হাজার মানিক

কাঁদিলে মুক্তা ঝড়ে

মদিনায় নবী এলো

মা আমিনার ঘরে

হাসিলে হাজার মানিক

কাঁদিলে মুক্তা ঝড়ে

ও দয়াল মুর্শিদ যার সখা

তার কিসের ভাবনা

ও দয়াল মুর্শিদ যার সখা

তার কিসের ভাবনা

আমার হৃদয় মাঝে কাবা

নয়নে মদিনা

আমার হৃদয় মাঝে কাবা

নয়নে মদিনা

ও নূরের রৌশনীতে

দুনিয়া গেছে ভরে

সে নূরের বাতি জ্বলে

মদিনার ঘরে ঘরে

ও নূরের রৌশনীতে

দুনিয়া গেছে ভরে

সে নূরের বাতি জ্বলে

মদিনার ঘরে ঘরে

দয়াল মুর্শিদ যার সখা

তার কিসের ভাবনা

দয়াল মুর্শিদ যার সখা

তার কিসের ভাবনা

আমার হৃদয় মাঝে কাবা

নয়নে মদিনা

আমার হৃদয় মাঝে কাবা

নয়নে মদিনা

দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না

দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না

ছেড়ে দে নৌকা

আমি যাবো মদিনা

তুই ছেড়ে দে নৌকা

আমি যাবো মদিনা

দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না

দে দে পাল তুলে দে

মাঝি হেলা করিস না

ছেড়ে দে নৌকা

আমি যাবো মদিনা

Еще от Tayeb Raj

Смотреть всеlogo

Тебе Может Понравиться