menu-iconlogo
huatong
huatong
avatar

Ami Banglay Gaan Gai

Tina Ghoshalhuatong
paula_ebyhuatong
Тексты
Записи
আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই

আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই

আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর

আমি এই বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতটা দূর

বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ

আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ

আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই

আমি বাংলায় হাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই

আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার

আমি সব দেখে শুনে ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার

বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনুক

আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি

আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি

চিরদিন তোমার আকাশ

চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে

ও মা, আমার প্রাণে বাজায় বাঁশি

সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি

আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি

আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি

আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি

আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি

আমি যা কিছু মহান, বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়

মেশে ১৩ নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়

বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক

আমি একবার দেখি, বার বার দেখি, দেখি বাংলার মুখ

Еще от Tina Ghoshal

Смотреть всеlogo

Тебе Может Понравиться

Ami Banglay Gaan Gai от Tina Ghoshal - Тексты & Каверы