menu-iconlogo
huatong
huatong
avatar

Majh Rate Chad

Tipu/Obscure-Ohin Shimulhuatong
🍁OHIN~SHIMUL🍁huatong
Тексты
Записи
মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়

ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি

আকাশের নীল যদি আঁধারে মিলায়

বুঝে নেব তারে তুমি মনে রাখোনি

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়

ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি

আকাশের নীল যদি আঁধারে মিলায়

বুঝে নেব তারে তুমি মনে রাখোনি

বুঝে নেব আভিমানে তুমি কেঁদেছো

আকাশের বুক চিড়ে যদি ঝরে জল

বুঝে নেব আভিমানে তুমি কেঁদেছো

সরোবরে যদি ফোটে রক্তকমল

অনুভবে বুঝে নেব মান ভেঙেছো

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়

ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি

আকাশের নীল যদি আঁধারে মিলায়

বুঝে নেব তারে তুমি মনে রাখোনি

রুপালি বিজলি যদি নীরব থাকে

কেঁদ না, ভেবো শুধু আমি তো আছি

রুপালি বিজলি যদি নীরব থাকে

কেঁদ না, ভেবো শুধু আমি তো আছি

স্বপ্নলোকেতে যদি ময়ূরী ডাকে

বুঝে নিও আমি আছি কাছাকাছি

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়

ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি

আকাশের নীল যদি আঁধারে মিলায়

বুঝে নেব তারে তুমি মনে রাখোনি

মাঝরাতে চাঁদ যদি আলো না বিলায়

ভেবে নেব আজ তুমি চাঁদ দেখোনি

আকাশের নীল যদি আঁধারে মিলায়

বুঝে নেব তারে তুমি মনে রাখোনি

Еще от Tipu/Obscure-Ohin Shimul

Смотреть всеlogo

Тебе Может Понравиться