বন্ধু জানি না তুমি কেমন আছো
বন্ধু জানি না তুমি কেমন আছো
দিনগুলো কিভাবে কাটাও
বন্ধু জানি না তুমি কেমন আছো
দিনগুলো কিভাবে কাটাও
শুধু একবার এসে বলে যাও
বন্ধু……বন্ধু..
INTERLOUD
তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমায়
তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমায়
এখানে ওখানে কত খুঁজেছি তোমায়
তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমায়
এখানে ওখানে কত খুঁজেছি তোমায়
সংগী বিহীন আমি ক্লান্ত
কত যে আজ খবর কি পাও
বন্ধু জানি না তুমি কেমন আছো
দিনগুলো কিভাবে কাটাও
শুধু একবার এসে বলে যাও
বন্ধু……বন্ধু..
INTERLOUD
আজো শুধু তোমাকেই ভেবে
মনের প্রদীপ জলে নেভে
আজো শুধু তোমাকেই ভেবে
মনের প্রদীপ জলে নেভে তোমাকেই ভেবে
INTERLOUD
কবে কি বলেছি আমি নেই মনে নেই
কবে কি বলেছি আমি নেই মনে নেই
সেই ভুল টুকু নিয়ে ভুল বোঝা এই
কবে কি বলেছি আমি নেই মনে নেই
সেই ভুল টুকু নিয়ে ভুল বোঝা এই
নাহয় এবার তুমি ভুল করে
এসে সেই ভুল ভেংগে দাও
বন্ধু জানি না তুমি কেমন আছো
দিনগুলো কিভাবে কাটাও
শুধু একবার এসে বলে যাও
বন্ধু……বন্ধু..