menu-iconlogo
huatong
huatong
Тексты
Записи
বাঁধো মন, বাঁধো মন....

আমার এই একলা মনের

মেঘ সরিয়ে আজ,

আনলো কে ওই

আগমনীর সাজ।

সে যেন ডাকলো আবার

মন হারাবার লগন এলো ওই,

তোমাকে দেখে, সব ভুলে রই।

জানো না, জানো না, জানো না

তুমি মন জানো না,

মানো কি, না মানো, বলো না

তুমি মন জানো না।

আমার এই একলা মনের

মেঘ সরিয়ে আজ,

আনলো কে ঐ

আগমনীর সাজ।

সে যেন ডাকলো আবার

মন হারাবার লগন এলো ওই,

তোমাকে দেখে সব ভুলে রই।

মন জানে, তুমি মনেরই মতন

উজান বেয়ে আসা ঢেউয়েরই মতন।

ভাসালে কেন গো আমায়,

কেন যে ডাকে আয় চলে আয়,

কেন যে ডাকে, আয় চলে আয়।

জানো না, জানো না, জানো না

তুমি মন জানো না,

মানো কি, না মানো, বলো না

তুমি মন জানো না।

আমার এই একলা মনের

মেঘ সরিয়ে আজ,

আনলো কে ওই

আগমনীর সাজ।

মনেরই আগুনে দিন পুড়ে যায়,

কাজ ফেলে আজ যেন উড়ে যায়।

রাঙালে কেন গো আমায়,

ভুলেছি সব তোমারই আশায়।

ভুলেছি সব তোমারই আশায় ..

জানো না, জানো না, জানো না

তুমি মন জানো না,

মানো কি, না মানো, বলো না

তুমি মন জানো না।

আমার এই একলা মনের

মেঘ সরিয়ে আজ,

আনলো কে ওই

আগমনীর সাজ।

সে যেন ডাকলো আবার

মন হারাবার লগন এলো ওই,

তোমাকে দেখে সব ভুলে রই।

Еще от Ujjaini Mukherjee/Shovan Ganguly

Смотреть всеlogo

Тебе Может Понравиться