menu-iconlogo
huatong
huatong
avatar

Nilanjona oi nil nil chokh cover by Tanmay Tansen

Upalhuatong
༆⑅⃝🕊️🇱​🆁🅱️🦋Upal🦋🇧🇩huatong
Тексты
Записи
নীলাঞ্জনা

ওই নীল নীল চোখে চেয়ে দেখনা,

তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি

আমি বোঝাতেতো কিছু পারি না।

নীলাঞ্জনা

বিরহ ব্যথাতে এ মন ভেঙ্গে যায়

না পাওয়ার আঁধারে খোঁজেছি তোমায়,

কতগুলো ফাগুন গিয়েছে ফিরে

আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে।

আজ সব ব্যথা ভুলে যাব

চেয়ে দেখনা,

তোমার ওই দুটি চোখে

আমি হারিয়ে গেছি;

আমি বোঝাতেতো কিছু পারি না।

নীলাঞ্জনা

বহুদিন পরে এসেছে মধুমাস

তোমার যতসুখ সে তো আমার সন্ন্যাস,

মেঘের ডানায় রূপে সোনালী ছায়া

প্রেমে ভরা চোখে সুখের নেই সীমানা।

সেই সুখে চোখে নিয়ে আমায় সুখী করনা,

তোমার ওই দুটি চোখে

আমি হারিয়ে গেছি

আমি বোঝাতে তো কিছু পারি না।

নীলাঞ্জনা

ওই নীল নীল চোখে চেয়ে দেখনা

তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি

আমি বোঝাতেতো কিছু পারি না

নীলাঞ্জনা

Еще от Upal

Смотреть всеlogo

Тебе Может Понравиться

Nilanjona oi nil nil chokh cover by Tanmay Tansen от Upal - Тексты & Каверы