menu-iconlogo
huatong
huatong
avatar

Hridoy Jure Sobuj Math

Upal Senguptahuatong
planovationhuatong
Тексты
Записи
গ্রামের শেষে ছোট্টো বাড়ি, বাড়ির দরজা কই?

কাছের মানুষ দুঃখ-সুখের জলেতে থইথই

গ্রামের শেষে ছোট্টো বাড়ি, বাড়ির দরজা কই?

কাছের মানুষ দুঃখ-সুখের জলেতে থইথই

দীঘির পাশে ধানের শীষে বাতাসে হইচই

হৃদয়জুড়ে সবুজ মাঠ, তারই মাঝে সই

ভাইয়ের চক্ষু উদাস, বাবার শরীর জুড়ে ঘাম রে

মায়ের রজনি সুনশান, হরহর ডাইনে-বাম রে

ভাইয়ের চোখ উদাস, বাবার শরীর জুড়ে ঘাম রে

মায়ের রজনি সুনশান, হরহর ডাইনে-বাম রে

নদীর বুকে আপনি ভেলা ডোবে, খাবি খায়

নদীর বুকে আপনি ভেলা ডোবে, খাবি খায়

আকাশকুসুম স্বপ্ন মনে সুখের গল্প কয়

বাতাস, মাটি, আগুন জ্বলে, তারই দেখে জ্বলে রে

কানে কানে পক্ষীরা সব তারই কথা বলে রে

বাতাস, মাটি, আগুন জ্বলে, তারই দেখে জ্বলে রে

কানে কানে পক্ষীরা সব তারই কথা বলে রে

যে বোঝে সে বোঝে রে ভাই মনের চোখের জল

যে বোঝে সে বোঝে রে ভাই মনের চোখের জল

ভাঙে-গড়ে, বাছে না রে আজব কর্মস্থল

গ্রামের শেষে ছোট্টো বাড়ি, বাড়ির দরজা কই?

কাছের মানুষ দুঃখ-সুখের জলেতে থইথই

দীঘির পাশে ধানের শীষে বাতাসে হইচই

হৃদয়জুড়ে সবুজ মাঠ, তারই মাঝে সই

হৃদয়জুড়ে সবুজ মাঠ, তারই মাঝে সই

হৃদয়জুড়ে সবুজ মাঠ, তারই মাঝে সই

Еще от Upal Sengupta

Смотреть всеlogo

Тебе Может Понравиться