menu-iconlogo
huatong
huatong
avatar

ভাবতে ভাবতে তারে আমি প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া

UPload By Md TUHINhuatong
༄❥⃝𖤓𝑻𝒖𝒉𝒊𝒏❥⃝.🌼🆂🅵🅵huatong
Тексты
Записи
আপলোড বাই তুহিন ইসলাম

তাকিয়া আসমানের দিকে

সে কি বলো আছে সুখে

ভাবিয়া কান্দিয়া মরি

সে যে পাশে নাই,

বিধাতা আমাকে বলো

কোথায় গেলে তারে পাবো

যন্ত্রনা গুলো আমাকে

ভেতরে পোড়াই।

আপলোড বাই তুহিন ইসলাম

তাকিয়া আসমানের দিকে

সে কি বলো আছে সুখে

ভাবিয়া কান্দিয়া মরি

সে যে পাশে নাই,

বিধাতা আমাকে বলো

কোথায় গেলে তারে পাবো

যন্ত্রনা গুলো আমাকে

ভেতরে পোড়াই।

ভাবতে ভাবতে তারে আমি

চোখ বুঝিয়া জরাই ধরি

চোখ মেলিয়া দেখি আমি

সে যে বুকে নাই,

ভাবতে ভাবতে তারে আমি

চোখ বুঝিয়া জরাই ধরি

চোখ মেলিয়া দেখি আমি

সে যে বুকে নাই।

প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া

কেনো দিলি আমায় ভাঙ্গিয়া,

প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া।

মন আমায় দিলি ভাঙ্গিয়া,

আপলোড বাই তুহিন ইসলাম

এখন আমি একা থাকি

নিজেরে আয়নাতে দেখি

চোখ দুইটা মেইলা দেখি

চোখে পানি নাই,

রক্ত জইম্মা হইছে কালো

তবু তুমি থাকো ভালো

কষ্ট গুলো পুইষা রাখি

তোমারই নেশায়।

এখন আমি একা থাকি

নিজেরে আয়নাতে দেখি

চোখ দুইটা মেইলা দেখি

চোখে পানি নাই,

রক্ত জইম্মা হইছে কালো

তবু তুমি থাকো ভালো

কষ্ট গুলো পুইষা রাখি

তোমারই নেশায়।

ভাবতে ভাবতে তারে আমি

চোখ বুঝিয়া জড়াই ধরি

চোখ মেলিয়া দেখি আমি

সে যে বুকে নাই,

ভাবতে ভাবতে তারে আমি

চোখ বুঝিয়া জড়াই ধরি

চোখ মেলিয়া দেখি আমি

সে যে বুকে নাই।

প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া

কেনো দিলি আমায় ভাঙ্গিয়া

প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া

মন দিলি আমার ভাঙ্গিয়া।

প্রিয়ারে প্রিয়ারে প্রিয়া

কেনো দিলি আমায় ভাঙ্গিয়া

Еще от UPload By Md TUHIN

Смотреть всеlogo

Тебе Может Понравиться