menu-iconlogo
huatong
huatong
utso-toke-vebe-cover-image

Toke Vebe

Utsohuatong
princess_92511huatong
Тексты
Записи
রাত যায় রাত আসে

ক্লান্ত দুচোখ তবু জেগে থাকে পথ চেয়ে তোকে ভেবে

চারিদিকে এখনও তো সব যেন ঠিকই আছে শুধু তুই নেই তাই সবই ফিকে

গেলি চলে তুই দূর দেশে

চেনা থেকে অচেনা হয়ে

চিনে নিতে কষ্ট হয়

একা একা আমি যাই ক্ষয়ে

হৃদয়ের প্রতি স্পন্দনে তুই

চোখে এখনো যে লেগে তোর পুরনো ছবি

সেটাকেই এখনও যে দেখি

আর ভবি এই বুকে তুই কি ফিরবি

Sajni Tere bina jiya Jaynaa

Sajni Tere bina jiya jaynaa

আগের মত

আর নেই যে কিছুই

যা ছিল তোর আর আমার

ভাঙ্গা সপ্ন সুখ যেন অন্ধকূপ

বল আছে কি পথ ফেরার

মাপ করে দে

যদি হয়ে থাকে ভুল

শেষবার আয় ফিরে আমি হারিয়েছি কূল

তুই থেকে সব শুরু

তুই নেই থেমে তাই

দিনরাত এসময় কি যে করি

একা আমি দাঁড়িয়ে

আজ সব হারিয়ে

বুঝেও কি শেষবার ফিরবি না তুই

গেলি চলে তুই দূর দেশে

চেনা থেকে অচেনা হয়ে

চিনে নিতে কষ্ট হয়

একা একা আমি যাই ক্ষয়ে

হৃদয়ের প্রতি স্পন্দনে তুই

চোখে এখনো যে লেগে তোর পুরনো ছবি

সেটাকেই এখনও যে দেখি

কেন বুঝিসনা তুই তোকে ভালোবাসি

Sajni Tere bina jiya Jaynaa

Sajni Tere bina jiya Jaynaa

Sajni Tere bina jiya Jaynaa

Еще от Utso

Смотреть всеlogo

Тебе Может Понравиться