সজনী গো,যদি তুমি দূরে চলে যাও
থাকবো কি নিয়ে আমি,শুধু বলে দাও
সজনী গো, যদি তুমি দূরে চলে যাও
থাকবো কি নিয়ে আমি,শুধু বলে দাও
তুমি ছাড়া নেই কেউ,জীবনে আমার
সবই জানেন কেন যে কাদাও
সজনী গো,যদি তুমি দূরে চলে যাও
বেসেছি ভালো,আমি করিনি তো ছল
তুমি দিলে উপহার,শুধুই আখি জল
বেসেছি ভালো,আমি করিনি তো ছল
তুমি দিলে উপহার,শুধুই আখি জল
জানি না কাঁদিয়ে তুমি,কিযে সুখ পাও
কেন যে কাদাও..
সজনী গো,যদি তুমি দূরে চলে যাও..
কতটা ভালোবাসি,বোঝনি তুমি
তাই শুধু কেঁদে যায়,একাকী আমি
কতটা ভালোবাসি,বোঝনি তুমি
তাই শুধু কেঁদে যায়,একাকী আমি
প্রতিটি রজনী,ঘুম কেড়ে নাও..
কেন যে কাদাও...
সজনী গো,যদি তুমি দূরে চলে যাও..
থাকবো কি নিয়ে আমি,শুধু বলে দাও
সজনী গো,যদি তুমি দূরে চলে যাও
থাকবো কি নিয়ে আমি,শুধু বলে দাও
তুমি ছাড়া নেই কেউ,জীবনে আমার
সবই জেনে,কেন যে কাদাও
সজনী গো,যদি তুমি দূরে চলে যাও