menu-iconlogo
huatong
huatong
warfaze-agami-cover-image

Agami

Warfazehuatong
mustangwoman2004huatong
Тексты
Записи

ধ্বংসের সীমানায়, স্বপ্নে সাজানো আঙিনায়

তুমি কি উন্নত শিরে দাঁড়িয়ে স্বাধীনতায়

বেদনা ভুলে যাই, যখনই তোমাদের খুঁজে পাই

রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দী চেতনা

শোষণের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়।

ধ্বংসের সীমানায়, স্বপ্নে সাজানো আঙিনায়

তুমি কি উন্নত শিরে দাঁড়িয়ে স্বাধীনতায়

বেদনা ভুলে যাই, যখনই তোমাদের খুঁজে পাই

রাহুমুক্ত করতে প্রতিজ্ঞ বন্দী চেতনা

শোষণের দেয়াল ভেঙে আলোকিত দিনের সূচনায়।

তুমি আশা আগামী, অশ্রু ধোয়া আগামী

দুঃখী মানুষের দেশে সুখের কাহিনী শোনাই

তুমি আশা আগামী, মোহিত স্বপ্নে আমি

সোনালী দিনের আশায়

প্রতীক্ষার দৈর্ঘ বাড়াই

বেদনার ধূসর বালুচরে

তুমি কি কেদেছ যখনই অপমান দেখেছ

যখনই এই বাংলা সয়েছে কালিমা অবহেলায়

পরাজয় মুছে যায় তোমার দৃপ্ত পদচারনায়

নির্মূল তুমি করবে সমাজ থেকে ঘৃণ্য লুটেরা

শোষিতের বিজয়ের কালে

বিকশিত মনের কামনায়।

তুমি আশা আগামী, অশ্রু ধোয়া আগামী

দুঃখী মানুষের দেশে সুখের কাহিনী শোনাই

তুমি আশা আগামী, মোহিত স্বপ্নে আমি

সোনালী দিনের আশায়

প্রতীক্ষার দৈর্ঘ বাড়াই

বেদনার ধূসর বালুচরে

Еще от Warfaze

Смотреть всеlogo

Тебе Может Понравиться