menu-iconlogo
huatong
huatong
avatar

Adhare

Winninghuatong
one_big_mob7huatong
Тексты
Записи
আঁধারে তুমি

পূর্ণিমা চাঁদ

হৃদয়ে আমার সাধনার গোলাপ

আঁধারে তুমি

পূর্ণিমা চাঁদ

হৃদয়ে আমার সাধনার গোলাপ

চোখে উষ্ণতা তোমার

আবেশ জাগায়

অধরে কমলতা যেন

মনকে রাঙায়

জীবন জাগানো আলো

দিয়েছো তুমি

আঁধারে তুমি

পূর্ণিমা চাঁদ

হৃদয়ে আমার সাধনার গোলাপ

আমি চাতক তুমি তাই

বৃষ্টি ধারা

আমি মরু পথিক

তুমি ঝর্ণা ধারা

আমার জীবনে তুমি প্রথম কবিতা

আঁধারে তুমি

পূর্ণিমা চাঁদ

হৃদয়ে আমার সাধনার গোলাপ

আঁধারে তুমি

পূর্ণিমা চাঁদ

হৃদয়ে আমার সাধনার গোলাপ

Еще от Winning

Смотреть всеlogo

Тебе Может Понравиться