menu-iconlogo
huatong
huatong
avatar

Hridoy Jure Jot Valobash -WOC /হৃদয় জুড়ে যত ভালোবাসা

Winninghuatong
liukeyunhuatong
Тексты
Записи
হৃদয় জুড়ে যত ভালোবাসা

Band: Winning

**************************

হৃদয় জুড়ে যত ভালোবাসা

শুধু তোমাকে দেবো ভেবে

স্বপ্নিল মনে রঙিন আশা

শুধু তোমাকে পাবো ভেবে

মনে জাগে এক রঙিন আশা

শুধু তোমাকে ভালোবাসবো ভেবে

হৃদয় জুড়ে যতো ভালোবাসা

শুধু তোমাকে দেবো ভেবে

**************************

**************************

যখন দেখি তোমায় আমি

অনেক কাছে

হৃদয় গভীরে শুকনো আকাশ

মেঘে ভরে যে

যখন দেখি তোমায় আমি

অনেক কাছে

হৃদয় গভীরে শুকনো আকাশ

মেঘে ভরে যে

অশ্রু বরষা জাগাও তুমি

নিবিড়ে থেকেও জেনে

হৃদয় জুড়ে যতো ভালোবাসা

শুধু তোমাকে দেবো ভেবে

স্বপ্নিল মনে রঙিন আশা

শুধু তোমাকে পাবো ভেবে

*************************

*************************

যখন দেখি তোমার হাসি

মনের মাঝে

মনের নীলে হারাই আমি

সঙ্গোপনে

যখন দেখি তোমার হাসি

মনের মাঝে

মনের নীলে হারাই আমি

সঙ্গোপনে

জীবন ভরসা দিয়েছো তুমি

আমাকে নীরবে ভালোবেসে

হৃদয় জুড়ে যতো ভালোবাসা

শুধু তোমাকে দেবো ভেবে

স্বপ্নিল মনে রঙিন আশা

শুধু তোমাকে পাবো ভেবে

মনে জাগে এক রঙিন আশা

শুধু তোমাকে ভালোবাসবো ভেবে

হৃদয় জুড়ে যতো ভালোবাসা

শুধু তোমাকে দেবো ভেবে

==ধন্যবাদ==

Еще от Winning

Смотреть всеlogo

Тебе Может Понравиться