ও.. ও ও...... ও ও ও....,
ও.. ও ও, ও...
ওও ও.....
হো..একা মনে, প্রশ্ন শুধুই জবাব খুজে যায়
তোর ভুলেরই মাসুল তোকে গুনতে হবে হায়
কেউ দেবেনা রে জবাব খুজে
ভুলকে যখন নিলি বুঝে
থামবি কেনো ভুলের ঠিকানায়
ও বন্ধু রে
বন্ধু রে...
ওবন্ধু রে...........
ও.. ও ও...... ও ও ও....,
ও.. ও ও, ও...
ওও ও.....
হো... বুকের পাঁজর ভাঙে বিধি
নয়ন বলে শুধুই কাঁদি
হারাই যখন আপনজনা রে......
অসময়ের ঝড় তুফানে স্বপ্ন আশা হারায় মানে
ভাঙে রে কুল নদির কিনা রে.....
হায় যে ফুল লাগে পুজোর কাজে
সে ফুল দিয়ে দেহ সাজে
জীবন জেনো ধুপের ধোঁয়া রে..
ও জীবন রে..
জীবন, রে
ও জীবন রে.....
ও... বিপদ কি আর আসে একা
ভুল মনে হয় স্বপ্ন দেখা
হারাই যখন প্রানের প্রিয়ে রে.......
একটা মনে এতো ব্যাথা
যায় ভিজে যায় চোখের পাতা
জুড়বে কি আর ভাঙা হিয়া রে........
হায় যায়না ভোলা তবু তাকে
চায় জেনো সে সুখে থাকে
সইবে হিয়া একাই ব্যাথা রে.
ও বন্ধু রে
বন্ধু রে...
ওবন্ধু রে...........
হো..একা মনে, প্রশ্ন শুধুই জবাব খুজে যায়
তোর ভুলেরই মাসুল তোকে গুনতে হবে হায়
কেউ দেবেনা রে জবাব খুজে
ভুলকে যখন নিলি বুঝে
থামবি কেনো ভুলের ঠিকানায়
ও বন্ধু রে
বন্ধু রে...
ওবন্ধু রে...........
ও.. ও ও...... ও ও ও....,
ও.. ও ও, ও...
ওও ও.....