menu-iconlogo
huatong
huatong
hridoy-century--cover-image

ভালোবাসার লাল গোলাপ

HRIDOY centuryhuatong
꧁🍁Ram!m🍁Century🍁࿐🇧🇩huatong
Lyrics
Recordings
এক দমকা হাওয়া

হঠাৎ কালো ঝড়

ভেঙ্গে দিয়ে চলে যায় সাজানো বাসর

নিরভাত করে দেয় সব প্রেম সমালয়

নীরবে কাঁদে দুকরে কাঁদে এএএ

ভালোবাসার লাল গোলাপ (৪বার)

জানিনা কোন ভুলে কোন বা দোষে

ভাগ্য হল শত্রু আমার অবশেষে

যদি বলে যেত সে কি অপরাধ

থাকত না পরিতাপ নিরবে ডুকরে কাঁদে এএ

ভালবাসার লাল গোলাপ (৪বার)

এখন দমকা হাওয়া হঠাৎ কালো ঝড়

ভেঙ্গে দিয়ে চলে যায় সাজানো বাসর

নিরভা করে দেয় সব সমালয়

নিরবের ডুকরে কাঁদে এএএ

ভালবাসার লাল গোলাপ(৪বার)

Track by--꧁Hᖇ!ᗪ Ƴ-Century࿐?

More From HRIDOY century

See alllogo

You May Like