মেয়েঃ আমার স্বপ্ন তুমি,
ওগো চিরদিনের সাথী
আমার স্বপ্ন তুমি,
ওগো চিরদিনের সাথী
ছেলেঃ তুমি সূর্য ওঠা ভোর আমার,
আর তারায় ভরা রাতি
মেয়েঃ আমার স্বপ্ন তুমি,
ওগো চিরদিনের সাথী।
-==আপলোড বাই মজিবুর==-
আমি তোমার ছায়া,
তোমার আকাশ নীলে আমি,
স্নিগ্ধ মেঘের মায়া।
ছেলেঃ তোমায় কাছে পেয়ে,
পৃথিবীতে কে আর সুখী,
বলো আমার চেয়ে ?
মেয়েঃ আমি তোমার ছায়া,
তোমার আকাশ নীলে আমি,
স্নিগ্ধ মেঘের মায়া।
ছেলেঃ তোমায় কাছে পেয়ে
পৃথিবীতে কে আর সুখী,
বলো আমার চেয়ে ?
তোমায় কাছে পেয়ে
হাতের আড়াল দিয়ে বাঁচাও,
ঝড়ের মুখে বাতি।
মেয়েঃ আমার স্বপ্ন তুমি,
ওগো চিরদিনের সাথী।
-==আপলোড বাই মজিবুর==-
ছেলেঃ তুমি ছেড়োনা হাত পথে,
যদি আঁধার আসেই নেমে
মেয়েঃ গ্রহণ যত করো আমায়,
ততোই বাঁধো প্রেমে।
তুমি ছেড়োনা হাত পথে,
যদি আঁধার আসেই নেমে
ছেলেঃ গ্রহণ যত করো আমায়,
ততোই বাঁধো প্রেমে।
মেয়েঃ পাশেই আমার থাকো,
জীবন টাকে শান্তি দিয়ে,
সবুজ করে রাখো
পাশেই আমার থাকো
তোমার পূজার দুঃখ সুখের,
প্রেমের মালা গাঁথি।
আমার স্বপ্ন তুমি,
ওগো চিরদিনের সাথী।
ছেলেঃ তুমি সূর্য ওঠা ভোর আমার,
আর তারায় ভরা রাতি।
ছেলে/মেয়েঃ হু হু হু হু,হু হু হু হু হু
====ধন্যবাদ====