ঝনক ঝনক কনক কাঁকন বাজে
নতুন নতুন কুরি ফোটে লাজে
ঝনক ঝনক
ঝনক ঝনক কনক কাঁকন বাজে
নতুন নতুন কুরি ফোটে লাজে
ঝনক ঝনক
এবার আমায় জাগিয়ে দাও
বাঁশিতে সুর লাগিয়ে দাও
এবার আমায় জাগিয়ে দাও
বাঁশিতে সুর লাগিয়ে দাও
কিসের সারা পেলাম জানিনা যে
ঝনক ঝনক কনক কাঁকন বাজে
নতুন নতুন কুরি ফোটে লাজে
ঝনক ঝনক
তোমার কুহুর ঘুম ভাঙ্গানোর শেষে
আমার গানের সুর ঝরানো ও জন যাবে এসে
শীষে যাবে মিশে
হৃদয়ে আমার দুলিয়ে দাও
গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও
হৃদয়ে আমার দুলিয়ে দাও
গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও
নতুন আলো ছড়াও প্রাণের মাঝে
ঝনক ঝনক কনক কাঁকন বাজে
নতুন নতুন কুরি ফোটে লাজে
ঝনক ঝনক