আপলোড বাই <>মনিরুল
Sm. BD family
দুঃখে ভরা জীবন আমার ব্যথা ভরা মন
এই স্বাদের ভূবনে আমার কেহ নাই আপন
সুখ বুঝি নাই এই কপালে
সার হইলো কান্দন বন্ধু রে...
দুঃখে ভরা জীবন আমার ব্যথা ভরা মন
এই স্বাদের ভূবনে আমার কেহ নাই আপন
সুখ বুঝি নাই এই কপালে
সার হইলো কান্দন বন্ধু রে...
সুখ বুঝি নাই এই কপালে
সার হইলো কান্দন বন্ধু রে...
আপলোড বাই <>মনিরুল
আপন জনা মন বোঝেনা কাদায় বারে বারে
কত ব্যথা আছে আমার অন্তরের ভিতরে
ভুলিতে পারি না আমি সদায় মনে পরে বন্ধু রে...
আপন জনা মন বোঝেনা কাদায় বারে বারে
কত ব্যথা আছে আমার অন্তরের ভিতরে
ভুলিতে পারি না আমি সদায় মনে পরে বন্ধু রে...
সুখ বুঝি নাই এই কপালে সার হইলো কান্দন বন্ধু রে
আচরয় নিয়া যেই ডাল ধরি ভেঙ্গে পরে যাই
আমার মনে যত দুঃখ কারেবা জানাই
অসান্তির আগুনে আমি পুইরা হইলাম ছাই বন্ধু রে..
আচরয় নিয়া যেই ডাল ধরি ভেঙ্গে পরে যাই
আমার মনে যত দুঃখ কারেবা জানাই
অসান্তির আগুনে আমি পুইরা হইলাম ছাই বন্ধু রে..
সুখ বুঝি নাই এই কপালে সার হইলো কান্দন বন্ধু রে...
আপলোড বাই <>মনিরুল
ছোট বেলার কতো চিতি মনে পরে হায়
আঘাতে আঘাতে আমার বুকটা ফাইট্টা যায়
নিরলে বসিয়া কান্দে জাবেদ সাহরিয়ায় বন্ধু রে
ছোট বেলার কতো চিতি মনে পরে হায়
আঘাতে আঘাতে আমার বুকটা ফাইট্টা যায়
নিরলে বসিয়া কান্দে জাবেদ সাহরিয়ায় বন্ধু রে..
সুখ বুঝি নাই এই কপালে সার হইলো কান্দন বন্ধু রে
দুঃখে ভরা জীবন আমার ব্যথা ভরা মন
এই স্বাদের ভূবনে আমার কেহ নাই আপন
সুখ বুঝি নাই এই কপালে সার হইলো কান্দন বন্ধু রে...
সুখ বুঝি নাই এই কপালে সার হইলো কান্দন বন্ধু রে...
সুখ বুঝি নাই এই কপালে সার হইলো কান্দন বন্ধু রে...
ধন্যবাদ সবাইকে