menu-iconlogo
huatong
huatong
avatar

তুমি আমার কাছে ফুটফুটে ঐ রাতের শুকতারা( Amar Moner Josona)

Samz vaihuatong
🎸RAFI_KHALED🇧🇩🅶🅳🅱︎huatong
Lyrics
Recordings
তুমি আমার কাছে ফুটফুটে ঐ রাতের শুকতারা

তাই রাত জাগিয়া মনের সুখে, দেই যে পাহারা

তুমি আমার কাছে শিশিরভেজা সোনালী সকাল

তোমায় একনজর দেখিয়া আমি হয়ে যাই মাতাল

তুমি আমার কাছে যুদ্ধেজয়ী সাত রাজার ধন

শত বাধা ডিঙায় পাইছি তোমায় মনের মত মন

আমার মনের জোসনা

আমি কাউকে দেবো না

তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না

যতই কর বাহানা তোমায় যেতে দিবো না

আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না।

আপলোডেড বাই- রফি খালেদ, গানের ডালি, বাংলাদেশ।

তোমার মিষ্টি ওই চুলের সুবাস ভালো লাগে খুব

বড়ো ইচ্ছে করে তোমার মাঝে হারাই দিয়ে ডুব

আমার মন যে মানে

আর দূরে থেকো না

আমার মন যে মানে না

আর দূরে থেকো না

আমার পরাণপাখি তুমি বিনে থাকে আনমনা

আমার মনের জোছনা

আমি কাউকে দেবো না

তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না

যতই কর বাহানা তোমায় যেতে দিবো না

আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না।

আপলোডেড বাই- রফি খালেদ, গানের ডালি, বাংলাদেশ।

তোমায় একপলক দেখিলে এ মন রয় না আমার ঘরে

সে ছটফটাইয়া ঘুইরা বেড়ায় কি জানি কী করে

আমি কিছুই জানি না

তুমি কেন আসো না

আমি কিছুই জানি না

তুমি কেন আসো না

তুমি আমার কাছে আঁধার ঘরে আলোরই বন্যা

আমার মনের জোছনা

আমি কাউকে দেবো না

তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না

যতই কর বাহানা তোমায় যেতে দিবো না

আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না

আমার মনের জোছনা

আমি কাউকে দেবো না

তোমায় গাঁইথা রাখছি মনের মাঝে নিজেও জানো না

যতই কর বাহানা তোমায় যেতে দিবো না

আমি পাগল হয়ে ঘুরবো তবু পিছু ছাড়বো না।

><><ধন্যবাদ><><

More From Samz vai

See alllogo

You May Like

তুমি আমার কাছে ফুটফুটে ঐ রাতের শুকতারা( Amar Moner Josona) by Samz vai - Lyrics & Covers