menu-iconlogo
huatong
huatong
avatar

ও টুনি তুই কোথায় গেলি (টিপু এন্ড বন্যা)

[আয়াত খাঁন]huatong
➢‍Aყαƭ-ҡɦαɳ🔮🆁.🅽.🆂🦜huatong
เนื้อเพลง
บันทึก
Part-1?(M=?)

Part-2?(F=?)

[M-?‍ ]ও টুনি তুই কোথায় গেলি জলদি কাছে আয়

ভাত বেড়ে দে গরম গরম খিদেই পরান যায়

ও টুনি তুই কোথায় গেলি জলদি কাছে আয়

ভাত বেড়ে দে গরম গরম খিদেই পরান যায়

আলু ভর্তা করে দে গরম ডাইলেরি সাথে

পেট ভইরা খাইয়া গড়ান দিমু বিছানায়.

[F-?]ও টুনা গো অসময়ে কি বলিতে চাও

রানতে আমি পারবো না হোটেলে গিয়া খাও

এখন দেখবো সিনেমা টিভি ডিস লাইনে

যখন তখন হুকুম করোও কোন আইনে

[M-?]জানলে আগে এমন মাইয়া করতাম না বিয়া

সর্বনাশ কইরাছি পায়ে কুড়াল মারিয়া

জানলে আগে এমন মাইয়া করতাম বিয়া

সর্বনাশ কইরাছি পায়ে কুড়াল মারিয়া

সুখে কতো আদরে রাখি ভাতে কাপড়ে

আমার সাথে টিক্কা মারে আমারই ঘরে

[F-?]ও টুনারে এমন করে দিলারে খুটা

কাঁটা ঘায়ে দিলা তুমি নুনারি ছিটা

ও টুনারে এমন করে দিলারে খুটা

কাঁটা ঘায়ে দিলা তুমি নুনারি ছিটা

কয়টা দিছো শাড়ী দামী গয়না চুড়ি

উল্টা পাঠাও আনতে টাকা বাপের বাড়ি

[M-?‍ ]বিয়ার আগে কথা ছিলো দিবারে যৌতুক

এখন আমার সাথে করো মোসকারা কৌতুক

বিয়ের আগে কথা ছিলো দিবারে যৌতুক

এখন আমার সাথে করো মোসকারা কৌতুক

তোমার গুশটি ভালোনা কোনো কিছু দিলানা

মুলাটা ঝুলাইয়া আমায় করছে ছলনা

[F-?]কেমন পুরুষ তুমি যৌতুক পেতে চাও

তোমায় ভালবাসবো নাগো যাওগো চলে যাও

যা হইছে ঝগড়া ঝাটি চলো ভুইলা যাই

দুইজন মিলে গরম গরম রান্না করে খাই

ওগো তুমি যে আমার

[M-F?‍ ] আমি শুধু যে তোমার

সুখে দুঃখে একি সাথে করবো যে সংসার

เพิ่มเติมจาก [আয়াত খাঁন]

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ