তোমায়
খুঁজেছি বিলীন সে মরুতে
কোথায়
রয়েছো ভুলে এ আমাকে
তারাগুলো দ্বীপ জ্বালে দূর মায়াতে
তোমায়
_______RΞZΛ
পিছু ফেলে আসা কত স্বপ্ন রঙিন
দুখ ছায়া বারে বারে করেছে মলিন
পিছু ফেলে আসা কত স্বপ্ন রঙিন
দুখ ছায়া বারে বারে করেছে মলিন
সুরে সুরে কত কথা গেঁথেছি আমি
ধীরে ধীরে কেটে গ্যাছে কত রজনী
তোমায়
_______RΞZΛ
চোখে চোখে খুঁজি সেই সোনালী ঝলক
মাঝরাতে কেঁদেছি পড়েনি পলক
চোখে চোখে খুঁজি সেই সোনালী ঝলক
মাঝরাতে কেঁদেছি পড়েনি পলক
আধো আলো আধো ছায়া এই তো জীবন
হবে না দ্যাখা জানি আসবে মরণ
তোমায়
খুঁজেছি বিলীন সে মরুতে
কোথায়
রয়েছো ভুলে এ আমাকে
তারাগুলো দ্বীপ জ্বালে দূর মায়াতে
তোমায়
_______RΞZΛ