menu-iconlogo
huatong
huatong
avatar

আমার হৃদয় পুড়ে ভস্ম হইলো

আকাশ মাহমুদhuatong
MdJiaur_star847huatong
เนื้อเพลง
บันทึก
আমার হৃদয় পুড়ে ভস্ম হইলো দেহ পুড়ে কালা

আমার হৃদয় পুড়ে ভস্ম হইলো দেহ পুড়ে কালা

প্রেমের টানে... তোমার প্রেমের টানে না মজিলে সেটাই হইতো ভালা

বুঝতে আমার হইলো দেরি পিরিত ভীষণ জালা

বুঝতে আমার হইলো দেরি পিরিত ভীষণ জালা

আমার দেহ পুড়ে ভস্ম হইলো দেহ পুড়ে কালা

আমার হৃদয় পুড়ে ভস্ম হইলো দেহ পুড়ে কালা

প্রেমের টানে... তোমার প্রেমের টানে না মজিলে সেটাই হইতো ভালা

বুঝতে আমার হইলো দেরি পিরিত ভীষণ জালা

বুঝতে আমার হইলো দেরি পিরিত ভীষণ জালা

।।।।।।।।।

।।।।।।।।।

কাঁচা হৃদয় সরল সরল মনটা ছিল নরম

না বুঝে প্রেমেরি বাউ দুঃখ পাইলাম চরম

কাঁচা হৃদয় সরল সরল মনটা ছিল নরম

না বুঝে প্রেমেরি বাউ দুঃখ পাইলাম চরম

কুলমান হারা...আমি কুলমান হারা তুমি ছাড়া

সুখের ঘরে তালা

বুঝতে আমার হইলো দেরি পিরিত ভীষণ জালা

বুঝতে আমার হইলো দেরি পিরিত ভীষণ জালা

।।।।।।।।

।।।।।।।।

শেষ হইলো চোখের পানি বাচা টানাটানি

রইলোনা আর কোনো আশা মরনের দিন গুনি

শেষ হইলো চোখের পানি বাচা টানাটানি

রইলোনা আর কোনো আশা মরনের দিন গুনি

ঘাতক প্রেমে... ওও তোমার ঘাতক প্রেমে মোর কলিজা হইলো ফালা ফালা

বুঝতে আমার হইলো দেরি পিরিত ভীষণ জালা

বুঝতে আমার হইলো দেরি পিরিত ভীষণ জালা

আমার হৃদয় পুড়ে ভস্ম হইলো দেহ পুড়ে কালা

আমার হৃদয় পুড়ে ভস্ম হইলো দেহ পুড়ে কালা

প্রেমের টানে...ওও তোমার প্রেমের টানে না মজিলে সেটাই হইতো ভালা

বুঝতে আমার হইলো দেরি পিরিত ভীষণ জালা

বুঝতে আমার হইলো দেরি পিরিত ভীষণ জালা

বুঝতে আমার হইলো দেরি পিরিত ভীষণ জালা

বুঝতে আমার হইলো দেরি পিরিত ভীষণ জালা

เพิ่มเติมจาก আকাশ মাহমুদ

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ