menu-iconlogo
huatong
huatong
avatar

অপরাধী আরমান ( সজীব আহমেদ )

আরমান আলিফhuatong
100071232004huatong
เนื้อเพลง
บันทึก
শিরোনাম ঃ অপরাধী

কথা ঃ আরমান আলিফ

সুর ঃ আরমান আলিফ

কণ্ঠশিল্পী ঃ আরমান আলিফ

আপলোড ঃ সজীব আহমেদ

আইডি নাম্বার ঃ 133 726 177 84

—͟͞͞  —͟͞͞  —͟͞͞  —͟͞͞  —͟͞͞  —͟͞͞  —͟͞͞  —͟͞͞

একটা সময় তোরে আমার সবই ভাবিতাম

তোরে মন পিঞ্জরে যতন করে আগলায়া রাখতাম

তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম

তুই কাঁনলে পরে কেমন করে হারাইয়া যাইতাম

একটা সময় তোরে আমার সবই ভাবিতাম

তোরে মন পিঞ্জরে যতন করে আগলায়া রাখতাম

তোর হাসি মুখের ছবি দেইখা দুঃখ পুষাইতাম

তুই কাঁনলে পরে কেমন করে হারাইয়া যাইতাম

ওরে মনের খাঁচায় যতন কইরা দিলাম তোরে ঠাঁই

এখন তোর মনেতেই আমার জন্য কোন জায়গা নাই

ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখি-রে

তুই যা রে যা উইড়া যা রে অন্য খাঁচাতে

ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে

আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে

মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে

—͟͞͞ —͟͞͞ —͟͞͞ —͟͞͞ মিউজিক—͟͞͞ —͟͞͞ —͟͞͞ —͟͞͞ —

তোরে স্কুল পলাইয়া একটা নজর দেখিতে যাইতাম

আমি টিফিনের সব টাকা জমায়ে আবেগ কিনিতাম

হায়রে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম

আমার সেই গানেরও সুরে তোরে খুঁজিয়া লইতাম

তোরে স্কুল পলাইয়া একটা নজর দেখিতে যাইতাম

আমি টিফিনের সব টাকা জমায়ে আবেগ কিনিতাম

হায়রে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম

আমার সেই গানেরও সুরে তোরে খুঁজিয়া লইতাম

এখন একলা একা সময় গুলো কাটাই কেমনে

এত ভালোবাসার পরেও আমার কম কি ছিল রে

রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়

তুই দেইখা লও রে ত্রিভুবনে কেউ তো করো নয়

ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে

আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে

মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে

রে রে রে রে রারি রে রে রে রে

রে রে রে রে রে রে রে রে রে রে

ও রে রে রে রে রারি রে রে রে রে

রে রে রে রে রে রে রে রে রে রে

—͟͞͞ —͟͞͞ —͟͞͞ —͟͞͞ মিউজিক—͟͞͞ —͟͞͞ —͟͞͞ —͟͞͞ —

তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না

এখন রাত্রি জুইড়া কেউ তো আর মায়া লাগায় না

কারো হাসি মুখের ছবি দেইখা ঘুম আর ভাঙ্গে না

কেউ আর ফ্লেকজিলোডের দোকানটাতেও ভিড় জমায় না

তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না

এখন রাত্রি জুইড়া কেউ তো আর মায়া লাগায় না

কারো হাসি মুখের ছবি দেইখা ঘুম আর ভাঙ্গে না

কেউ আর ফ্লেকজিলোডের দোকানটাতেও ভিড় জমায় না

এখন তারার মতো জ্বলে নেভে কষ্টগুলা রে

আমি গিটার এর সুর সাথে লইয়া ভালোই আছি রে

রোজ রাইতে আমায় জোনাক পোকা কানে কানে কয়

তুই দেইখা লও রে ত্রিভুবনে কেউ তো করো নয়

ও মাইয়া রে ও মাইয়া রে তুই অপরাধী রে

আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে

মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে

ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে

আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরাইয়া দে

আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে

মাইয়া তুই বড় অপরাধী তোর ক্ষমা নাই রে

—͟͞͞  —͟͞͞  —͟͞͞  —͟͞͞সমাপ্ত—͟͞͞  —͟͞͞  —͟͞͞  —͟͞͞

เพิ่มเติมจาก আরমান আলিফ

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ