কলঙ্কিনী রুপা
=====================
পছন্দ করেছেন- আল আমিন শেখ
আপলোড- দাদুভাই
======================
আমায় ভেবে রুপারে তুই
আর কান্দিস না
আমায় ভেবে বুকে ব্যাথার
পাথর বান্দিস না
আমায় ভেবে রুপারে তুই
আর কান্দিস না
আমায় ভেবে বুকে ব্যাথার
পাথর বান্দিস না
এই কান্দনের তিল পরিমাণ
কান্তি যদি আগে
হয়তো জীব........ন, ভিন্ন হতো
মনে.... তা আজ জাগে।
আমায় ভেবে রুপারে
তুই আর কান্দিস না
আমায় ভেবে বুকে ব্যাথার
পাথর বান্দিস না
পছন্দ - আর আমিন শেখ
আপলোড - দাদুভাই
==================
চাঁদ হয়ে তুই জানবি কেমনে
বামনের কি জ্বালা...
ঘৃণা ভরে দিলো সবাই
অপবাদের মালা
Music
ও ও চাঁদ হয়ে তুই জানবি কেমনে
বামনের কি জ্বালা...
ঘৃণা ভরে দিলো সবাই
অপবাদের মালা
বুকে চেপে ভালোবাসা
তুই খেললি রে নিষ্ঠুর পাশা
আজ কেন রে কান্দিস
আবার এমন অনুরাগে
এই কান্দনের তিল পরিমাণ
কান্তি যদি আগে
হয়তো জীব........ন, ভিন্ন হতো
মনে.... তা আজ জাগে।
আমায় ভেবে রুপারে
তুই আর কান্দিস না
আমায় ভেবে বুকে ব্যাথার
পাথর বান্দিস না
==================
পছন্দ করেছেন আল আমিন শেখ
আপলোড- দাদুভাই
===================
ভালোবেসে দিয়ে ছিলাম
ঠাঁই তোরে এই বুকে
কষ্ট পাবি এমন কথা
বলবো না তাই মুখে
Music
ও ও ভালোবেসে দিয়ে ছিলাম
ঠাঁই তোরে এই বুকে
কষ্ট পাবি এমন কথা
বলবো না তাই মুখে
তোর ব্যাথা যে আমার ব্যাথা
তুই বুঝেসনি বুঝবে কে তা
আজও তুই কান্দিস যদি
আমার ভীষণ লাগে.
এই কান্দনের তিল পরিমাণ
কান্তি যদি আগে
হয়তো জীব........ন, ভিন্ন হতো
মনে.... তা আজ জাগে।
আমায় ভেবে রুপারে
তুই আর কান্দিস না
আমায় ভেবে বুকে ব্যাথার
পাথর বান্দিস না
আমায় ভেবে রুপারে তুই
আর কান্দিস না
আমায় ভেবে বুকে ব্যাথার
পাথর বান্দিস না
এই কান্দনের তিল পরিমাণ
কান্তি যদি আগে
হয়তো জীব........ন, ভিন্ন হতো
মনে.... তা আজ জাগে।
আমায় ভেবে রুপারে
তুই আর কান্দিস না
আমায় ভেবে বুকে ব্যাথার
পাথর বান্দিস না
সমাপ্ত