রোজ সকালে কয়টা স্বপন ঝরে
রোজ বিকেলে কয় হতাশা ধরে
তুমি রাখনা খবর বন্ধু জানো না খবর
একটা মানুষ রোজ কতবার মরে
তুমি রাখনা খবর বন্ধু জানো না খবর
একটা মানুষ রোজ কতবার মরে
-==আপলোডঃ মজিবুর==-
এক জীবনে থাকে কত গ্লানি
এক চোখেতে কয় সমুদ্র পানি
===============
ওরে এক জীবনে থাকে কত গ্লানি
এক চোখেতে কয় সমুদ্র পানি
একটা হৃদয় প্রেম বিহানে কত কষ্ট করে
তুমি জানো না খবর বন্ধু রাখনা খবর
একটা মানুষ রোজ কতবার মরে
তুমি রাখনা খবর বন্ধু জানো না খবর
একটা মানুষ রোজ কতবার মরে
-==আপলোডঃ মজিবুর==-
এক বুকেতে কয় যাতনা জমা
বাসলে ভালো বুঝতে প্রিয়তমা
============
এক বুকেতে কয় যাতনা জমা
বাসলে ভালো বুঝতে প্রিয়তমা
একটা বাঁধন ছিঁড়তে কত ফাটল মন চরে
তুমি জানো না খবর বন্ধু রাখনা খবর
একটা মানুষ রোজ কতবার মরে
তুমি রাখনা খবর বন্ধু জানো না খবর
একটা মানুষ রোজ কতবার মরে
রোজ সকালে কয়টা স্বপন ঝরে
রোজ বিকেলে কয় হতাশা ধরে
তুমি রাখনা খবর বন্ধু জানো না খবর
একটা মানুষ রোজ কতবার মরে
তুমি রাখনা খবর বন্ধু জানো না খবর
একটা মানুষ রোজ কতবার মরে
====ধন্যবাদ====