গান-তুমি তোমার প্রয়োজনে আমার কাছে এসেছিলে,
কণ্ঠশিল্পী -ইমন খান
০০:২৩~তুমি তোমার প্রয়োজনে আমার কাছে এসেছিলে,আজ তোমার প্রয়োজন শেষ তাই আমাকে গেছো তুমি ভুলে,ও...আমাকে গেছো তুমি ভুলে..
০০:৫০~ভালবাসনি তুমি দিয়ে গেছো এবুকে শুধু হাহাকার,
সবইতো হয়েছে তোমার, তাই আমাকে নেই আর কিছুই দেবার..ও..আমাকে নেই আর কিছুই দেবার..
০১:৪০~তুমি সুখ পেয়েছ বলে তোমার আমার মাঝে আকাশ মাটির ব্যাবধান....,আকাশ মাটির ব্যাবধান,
০১:৫৯~আধারে রেখে যাবে যদি আমাকে কেন করেছিলে মনের আদান-প্রদান, কুয়াশাতে ঢেকে দিলে আমার দুটি চোখ মন ভাঙ্গার করে অভিচার.....
০২:২২~সবইতো হয়েছে তোমার, তাই আমাকে নেই আর কিছুই দেবার..ও...আমাকে নেই আর কিছুই দেবার..
০৩:০৩~তুমি এবুকে আগুন জ্বেলে, সুখের ডানা মেলে উড়াল দিয়েছ কোথায়....উড়াল দিয়েছ কোথায়...
০৩:২২~ভালবাসার মানে যদি জানতে,তাহলে কি দিতে বারি আমার মাথায়,..ঝরে ফুলের মত ঝরে গেলে তুমি দুঃখ দিয়ে উপহার...
০৩:৪৫~সবইতো হয়েছে তোমার, তাই আমাকে নেই আর কিছুই দেবার..ও..আমাকে নেই আর কিছুই দেবার..
০৪:০২~তুমি তোমার প্রয়োজনে আমার কাছে এসেছিলে...,আজ তোমার প্রয়োজন শেষ তাই আমাকে গেছো তুমি ভুলে,ও...আমাকে গেছো তুমি ভুলে..
০৪:৩০~ভালবাসনি তুমি দিয়ে গেছো এবুকে শুধু হাহাকার,
সবইতো হয়েছে তোমার, তাই আমাকে নেই আর কিছুই দেবার..ও..আমাকে নেই আর কিছুই দেবার..
ধন্যবাদ সবাইকে