menu-iconlogo
huatong
huatong
avatar

*ওরে আমার ময়না পাখি থেকো না দূরে

এন্ড্রু কিশোর ও কনকচাঁপা/ভালোবাসা দিবি কিনা বলhuatong
≛⃝🕊❤️𝄞🅼🅾🆉🅸🅱🆄🆁☆⃝🅩🅜🅛huatong
เนื้อเพลง
บันทึก
ছেলেঃ‌ ওরে আমার ময়না পাখি

থেকনা দুরে তুমি থেকোনা দুরে

মনটা আমার কাইরা নিলা কি জাদু করে

তুমি আছো অন্তরে

মেয়েঃ ওরে আমার ময়না পাখি

বুকের ভিতরে আছো বুকের ভিতরে

যারে আমি ভালোবাসি চিনোকি তারে

সে যে আমার অন্তরে

-=আপলোড বাই মজিবুর=-

ছেলেঃ অমন করে যদি ডাকো

সারাজীবন বুকে থাকো

আচলে জড়িয়ে আমায়

রক্তরঙ্গের আলতা দেবো রাঙ্গাদুটি পায়

যাদু করিলা আমায়

===============

মেয়েঃ কুহু কুহু কোকিল ডাকে

যারে ভালোবাসি তাকে

আমিয়ো যে ডাকি তারে....

মনের মানুষ দুরে থেকে কাঁদায় যে আমারে

ভালোবাসিলাম যারে

-=আপলোড বাই মজিবুর=-

ছেলেঃ প্রান ছাড়া দেহ যেমন

তুমি ছাড়া আমি তেমন

বন্ধু তুমি যে জীবন

যাবো মরে প্রিয়া আমার ছিড়িলে বাধন

আমার হবে যে মরন

==============

মেয়েঃ আমার মনের ফুল বাগানে

ভ্রমর হয়ে নিরজনে

বন্ধু জালায় দিবানিশি

কাছে পাইলে বোঝাইতাম ভালোবাসা কি

বন্ধু ভালোবাসা কি

ছেলেঃ‌ ওরে আমার ময়না পাখি

থেকনা দুরে তুমি থেকোনা দুরে

মনটা আমার কাইরা নিলা কি জাদু করে

তুমি আছো অন্তরে

মেয়েঃ ওরে আমার ময়না পাখি

বুকের ভিতরে আছো বুকের ভিতরে

যারে আমি ভালোবাসি চিনোকি তারে

সে যে আমার অন্তরে

====ধন্যবাদ====

เพิ่มเติมจาก এন্ড্রু কিশোর ও কনকচাঁপা/ভালোবাসা দিবি কিনা বল

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ