menu-iconlogo
huatong
huatong
avatar

VCব্যাথা যদি দাও

খালিদ হাসানhuatong
sgivey55huatong
เนื้อเพลง
บันทึก

গানটি চয়েজ করেছেন

MAHABUB ALOM

LAYRIC EDIT

MAHABUB ALOM

১।ব্যাথা যদি দাও

আরো বেশী ব্যাথা দাও আমাকে,

ব্যাথা যদি দাও

আরো বেশী ব্যাথা দাও আমাকে

যেন ব্যাথার মাঝে বারে বারে

ব্যাথার মাঝে বারে বারে

আরো বেশী কাছে পাই তোমাকে, শুধু তোমাকে।

২।ব্যাথা যদি দাও

আরো বেশী ব্যাথা দাও আমাকে।

কেউ কপি করবেননা

২।চোখে চোখ রেখে তুমি বলেছিলে

কোনোদিনও যাবে না তো দূরে,

১।চোখে চোখ রেখে তুমি বলেছিলে

কোনোদিনও যাবে না তো দূরে

২।শপথের কথা তুমি ভূলে গেলে

দিন কাটে বেদনার সুরে,

যদি দেবে ব্যাথা

আমারই এ বুকে

যদি দেবে ব্যাথা

আমারই এ বুকে

কেন ভালোবেসেছিলে আমাকে,

১।ব্যাথা যদি দাও

আরো বেশী ব্যাথা দাও আমাকে।

১। তোমারই আশাতে চেয়ে থাকি আমি,

দৃষ্টি প্রদিপ দুটি জ্বেলে,

২। তোমারই আশাতে চেয়ে থাকি আমি,

দৃষ্টি প্রদিপ দুটি জ্বেলে

১। স্মৃতির পাখিরা যায় ডেকে ডেকে

তবুও তুমি না এলে,

স্মৃতিটুকু নিয়ে

বুকে ব্যাথা দিয়ে

স্মৃতিটুকু নিয়ে

বুকে ব্যাথা দিয়ে

নিঃস্ব করে গেলে আমাকে।

২। ব্যাথা যদি দাও

আরো বেশী ব্যাথা দাও আমাকে,

যেন ব্যাথার মাঝে বারে বারে

ব্যাথার মাঝে বারে বারে

আরো বেশী কাছে পাই তোমাকে, শুধু তোমাকে

১। ব্যাথা যদি দাও

আরো বেশী ব্যাথা দাও আমাকে।

เพิ่มเติมจาก খালিদ হাসান

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ