menu-iconlogo
huatong
huatong
avatar

ডেকে লও রাসুল আল্লাহ রউজা পাকের কিনারে।

নজরুল ইসলাম।huatong
💓💚💙ইসলামেরসৈনিক❤️💙💓huatong
เนื้อเพลง
บันทึก
? বিসমিল্লাহির রহমানির রহিম ?

ডেকে লও রাসূলাল্লাহ ..,

রওজা পাকের কিনারে,

আমি কেঁদে কেঁদে হইগো সারা,

ধন্য করো দিদারে,

আমি সহিতে পারিনা বিরহ জ্বালা,

ধন্য করো দিদারে,

ডেকে লও রাসূলাল্লাহ ..,,

রওজা পাকের কিনারে,

আমি কেঁদে কেঁদে হইগো সারা,

ধন্য করো দিদারে,

আমি শহিতে পারিনা বিরহ জ্বালা,

ধন্য করো দিদারে,

? আপলোড নজরুল ইসলাম ?

দুই সাথীকে, পাশে নিয়ে হায়,

ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়,

দুই সাথীকে, পাশে নিয়ে হায়

ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়,

সাড়া দাও রাসূলাল্লাহ,

ডাকে অধম তোমারে,

আমি কেদে কেঁদে হইগো সারা,

ধন্য করো দিদারে,

আমি সহিতে পারিনা বিরহ জ্বালা,

ধন্য করো আমারে,

? আপলোড নজরুল ইসলাম ?

আজো রওজায়, শুয়ে থেকে হায়,

কাঁদেন তিনি উম্মতের মায়ায়,

আজো রওজায়, শুয়ে থেকে হায়,

কাঁদেন তিনি উম্মতের মায়ায়,

মোদের অশ্রু ভেজা এ সালাম,

পাঠিয়ে দিলাম শিয়রে,

আমি কেঁদে কেঁদে হইগো সারা

ধন্য করো দিদারে

আমি সহিতে পারিনা বিরহ জ্বালা

ধন্য করো আমারে,

? আপলোড নজরুল ইসলাম ?

নূরে উজ্জ্বল, চেহারা তোমার,

দেখিলে হারাম দোযখের নাম,

নূরে উজ্জ্বল, চেহারা তোমার,

দেখিলে হারাম দোযখের নাম,

তুমি কবে দিবে মোলাকাত,

ডেকে নিবে আমারে,

আমি কেঁদে কেঁদে হইগো সারা,

ধন্য করো দিদারে,

আমি সহিতে পারিনা বিরহ জ্বালা

ধন্য করো আমারে,

? আপলোড নজরুল ইসলাম ?

ঐ হাজী ভাই, যায় মদিনায়,

রওজা পাকে সালাম জানায়,

ঐ হাজী ভাই, যায় মদিনায়,

রওজা পাকে সালাম জানায়,

এই অধমেরো আর্জি,

দেখা দিবে মরণে,

আমি কেঁদে কেঁদে হইগো সারা,

ধন্য করো দিদারে,

আমি সহিতে পারিনা বিরহ জ্বালা,

ধন্য করো দিদারে,

ডেকে লও রাসূলাল্লাহ ..,,

রওজা পাকের কিনারে,

আমি কেঁদে কেঁদে হইগো সারা,

ধন্য করো আমারে,

আমি সহিতে পারিনা বিরহ জ্বালা,

ধন্য করো দিদারে,

? ধন্যবাদ ?

เพิ่มเติมจาก নজরুল ইসলাম।

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ