menu-iconlogo
huatong
huatong
--cover-image

আমার যাবার সময় হলো দাও বিদায়

নজরুল গীতিhuatong
bailarddrawhuatong
เนื้อเพลง
บันทึก
আমার যাবার সময় হলো দাও বিদায়।

(নজরুল গীতি)

আমার যাবার সময় হলো দাও বিদায়,

মোছ আঁখি,দুয়ার খোলো,দাও বিদায়,

আমার যাবার সময় হলো দাও বিদায়,

মোছ আঁখি,দুয়ার খোলো,দাও বিদায়।

ফোটে যে ফুল আঁধার রাতে,

ঝরে ধূলায় ভোর বেলাতে,

ফোটে যে ফুল আঁধার রাতে,

ঝরে ধূলায় ভোর বেলাতে,

আমায় তারা ডাকে সাথে আয় রে আয়,

সজল করুণ নয়ন তোলো,দাও বিদায়,

আমার যাবার সময় হলো দাও বিদায়,

মোছ আঁখি,দুয়ার খোলো,দাও বিদায়।

অন্ধকারে এসেছিলাম থাকতে আঁধার যাই চ’লে;

অন্ধকারে এসেছিলাম থাকতে আঁধার যাই চ’লে;

ক্ষণিক ভালো বেসেছিলেম,

চিরকালের না ই হ’লে,

হ’লো চেনা হ’লো দেখা,

হ’লো চেনা হ’লো দেখা,

নয়ন জলে রইলো লেখা,

হ’লো চেনা হ’লো দেখা,

নয়ন জলে রইলো লেখা,

দূর বিরহে ডাকে কেকা বরষায়,

ফাগুন স্বপন ভোলো ভোলো,দাও বিদায়,

আমার যাবার সময় হলো দাও বিদায়,

মোছ আঁখি,দুয়ার খোলো,দাও বিদায়,

আমার যাবার সময় হলো দাও বিদায়,

เพิ่มเติมจาก নজরুল গীতি

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ