menu-iconlogo
huatong
huatong
--cover-image

আমি তোমার প্রেমে অন্ধ

ফজলুর রহমান বাবু/ভেজাল মন্ডলhuatong
𝄞❥⃝🎸ভেজাল❥⃝🎸মন্ডল࿐huatong
เนื้อเพลง
บันทึก
আপলোড

ভেজাল মন্ডল

আমি তোমার প্রেমে অন্ধ

বুঝিনা তাই ভালো মন্দ

সব দরজা করে বন্ধ কাছে আসিলাম

ভালোবাসিয়াছ বলে ভালোবাসিলাম

বন্ধু, ভালোবাসিলাম

ভালোবাসিয়াছ বলে ভালোবাসিলাম

বন্ধু, ভালোবাসিলাম

প্রতিটি দমের সাথে, প্রতিটি পলকের সাথে

আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি।

আমার যত কিছু আছে

করলাম সব অর্পণ

শতরুপ দেখিতে তোমায়

বানাইলাম দর্পন

আমার যত কিছু আছে

করলাম সব অর্পণ

শতরুপ দেখিতে তোমায়

বানাইলাম দর্পন

তোমাতে মজিলো এই মন,

চাইনা ভবে আর কোন ধন

তোমার রঙে হইয়া রঙিন ভাবে মিশিলাম

ভালোবাসিয়াছ বলে ভালোবাসিলাম

বন্ধু, ভালোবাসিলাম

জীবনটা খুবই চোট কিন্তু আখিরাতের

হিসেবটা খুবই কঠিন

তোমার দারুন ভালোবাসায়

হইলাম যে কাঙাল

চাইনা আমি ছেড়ে যেতে

তোমার মায়াজাল

তোমার দারুন ভালোবাসায়

হইলাম যে কাঙাল

চাইনা আমি ছেড়ে যেতে

তোমার মায়াজাল

যায় যদি যাক কুলো মান

চাইনা যে তার প্রতিদান

সরল প্রেমের রাখিবে মান

আশায় থাকিলাম

ভালোবাসিয়াছ বলে ভালোবাসিলাম

বন্ধু, ভালোবাসিলাম

আমি তোমার প্রেমে অন্ধ

বুঝিনা তাই ভালো মন্দ

সব দরজা করে বন্ধ কাছে আসিলাম

ভালোবাসিয়াছ বলে ভালোবাসিলাম

বন্ধু, ভালোবাসিলাম

ভালোবাসিয়াছ বলে ভালোবাসিলাম

বন্ধু, ভালোবাসিলাম

เพิ่มเติมจาก ফজলুর রহমান বাবু/ভেজাল মন্ডল

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ