menu-iconlogo
huatong
huatong
--cover-image

ইন্দুবালা গো

ফজলুর রহমান বাবুhuatong
mildredintucsonhuatong
เนื้อเพลง
บันทึก
ইন্দুবালা গো.ও.ও.ও

তুমি কোন আকাশে থাকো,

জোৎস্না কারে মাখো,

কার উঠোনে পড়ো ঝড়িয়া

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

তোমারি প্রেমে পড়িয়া

ইন্দুবালা গো, ইন্দুবালা গো।

মিউজিক ভালো লাগলে গানের

শেষে একটা লাইক দিবেন

মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে,

একলা ঘরে ভালবাসা কেঁদে কেঁদে মরে

(মিউজিক ফলো করবেন)

মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে,

একলা ঘরে ভালবাসা কেঁদে কেঁদে মরে

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

তোমারি প্রেমে পড়িয়া

ইন্দুবালা গো, ইন্দুবালা গো

Follow me

""

স্বৃতির ডালে সুখের

পক্ষি ঘুমুর পইড়া নাচে,

অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাচে

স্বৃতির ডালে সুখের

পক্ষি ঘুমুর পইড়া নাচে,

অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাচে

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

তোমারি প্রেমে পড়িয়া।

ইন্দুবালা গো.ও.ও.ও

তুমি কোন আকাশে থাকো,

জোৎস্না কারে মাখো,

কার উঠোনে পড়ো ঝড়িয়া

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

ডুবিয়া মরিলাম, মরিয়া ডুবিলাম

তোমারি প্রেমে পড়িয়া

ইন্দুবালা গো, ইন্দুবালা গো

ধন্যবাদ

เพิ่มเติมจาก ফজলুর রহমান বাবু

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ