menu-iconlogo
huatong
huatong
avatar

বিদেশ গিয়া বন্ধু তুমি অামায়

বাংলা গানhuatong
ohshesjapanesehuatong
เนื้อเพลง
บันทึก
বিদেশ গিয়া বন্ধু

তুমি আমায় ভুইলো না

চিঠি দিও পত্র দিও

জানাই ও ঠিকানা রে

জানাই ও ঠিকানা

বিদেশ গিয়া বন্ধু

তুমি আমায় ভুইলো না

চিঠি দিও পত্র দিও

জানাই ও ঠিকানা রে

জানাই ও ঠিকানা

পানি হইলে বন্ধু, আমি যাইতাম তোমার সঙ্গে

মনের কথা কইতাম রে হায়, নদীরও তরঙ্গে

পানি হইলে বন্ধু, আমি যাইতাম তোমার সঙ্গে

মনের কথা কইতাম রে হায়,নদীরও তরঙ্গে

অবলারে সরল প্রাণে,দাগা দিও না..

চিঠি দিও পত্র দিও

জানাই ও ঠিকানা রে

জানাই ও ঠিকানা

বিদেশ গিয়া বন্ধু

তুমি আমায় ভুইলো না

চিঠি দিও পত্র দিও

জানাই ও ঠিকানা রে

জানাই ও ঠিকানা

তোমার আশায় বন্ধু, আমি রইবো পন্থ চাইয়া

অদিন সুদিন বার মাসি, দুই নয়ন ভিজাইয়া

তোমার আশায় বন্ধু, আমি রইবো পন্থ চাইয়া

অদিন সুদিন বার মাস'ই ,দুই নয়ন ভেজাইয়া

বিরহের ও প্রেমানলে আমায় ভুইলো না

চিঠি দিও পত্র দিও

জানাই ও ঠিকানা রে

জানাই ও ঠিকানা

বিদেশ গিয়া বন্ধু

তুমি আমায় ভুইলো না

চিঠি দিও পত্র দিও

জানাই ও ঠিকানা রে

জানাই ও ঠিকানা

দোয়া করি বন্ধু, তুমি সদাই ভালো থাইকো

সুখে দুঃখে আমার কথা, সদা মনে রাইখো

দোয়া করি বন্ধু, তুমি সদাই ভালো থাইকো

সুখে দুঃখে আমার কথা,সদা মনে রাইখো

সময় হইলে চইলা আইসো,দেরি কইরো না

চিঠি দিও পত্র দিও

জানাই ও ঠিকানা রে

জানাই ও ঠিকানা

বিদেশ গিয়া বন্ধু

তুমি আমায় ভুইলো না

চিঠি দিও পত্র দিও

জানাই ও ঠিকানা রে

জানাই ও ঠিকানা

ধন্যবাদ সবাইকে

เพิ่มเติมจาก বাংলা গান

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ