menu-iconlogo
huatong
huatong
avatar

ভাই আর বোন

মনির খান/কনক চাঁপাhuatong
Md.Raton_ABS🇧🇩huatong
เนื้อเพลง
บันทึก
ভাই আর বোন

মনির খান/কনক চাপা

ভাই আর বোন

কত আদরের এই বাধন

ভাই আর বোন

কত আদরের এই বাধন..

এই বাধন এমনি আপন...

মমতায় ভিজে যায় চোখেরি কোণ

ভাই আর বোন

কত আদরের এই বাধন...

এই বাধন এমনি আপন

মমতায় ভিজে যায় চোখেরি কোণ

ভাই আর বোন

কত আদরের এই বাধন

বোনেরি মুখে দেখি মায়েরি মুখ

বুক ভাংগা স্নেহে যেন ভেংগে যায় বুক

বোনেরি মুখে দেখি মায়েরি মুখ

বুক ভাংগা স্নেহে যেন ভেংগে যায় বুক

বাবার ছবি ভাসে এ দুটি চোখে

ভাই হয়ে উঠে যেন বাবার মতন

ভাই আর বোন কত আদরের এই বাধঁন

দুহাতে বুকের মাঝে আগলে রেখে

ছায়া হয়ে থাকে ভাই,হাসি মুখ

দুহাতে বুকের মাঝে আগলে রেখে

ছায়া হয়ে থাকে ভাই,হাসি মুখে

জীবন দিয়েই চাই বোনেরি সুখ

যদি না দেখি ওকে হয়রে মরণ

ভাই আর বোন

কত আদরের এই বাধন..

এই বাধন এমনি আপন...

মমতায় ভিজে যায় চোখেরি কোণ

ভাই আর বোন

কত আদরের এই বাধন

เพิ่มเติมจาก মনির খান/কনক চাঁপা

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ