তুমি তো আমাকে বুঝলে না~
তুমি তো আমাকে বুঝলে না
না বোঝার ভীড়ে, হারানো আমি কে....
না বোঝার ভীড়ে, হারানো আমি কে...
খুঁজলে না~ তুমি খুঁজলে না...
তুমি তো আমাকে বুঝলে না~
তুমি তো আমাকে বুঝলে না
[INTERLUDE]
কতোই বলেছো আমি পাথর...
আমি পাথর..
কতোই বলেছো...
কতোই~ বলেছো,আমি পাথর.
কখনো বলেছ, কাগজের ফুল..
একটুও তাই~ নেই আতর।
By sabinayasmin05 &
Hamid_WE & sabinayasmin05
সে পাথর চোখ কাঁদলো কতোই অঝরে~
তুমি দেখলে না.. তাই বুঝলে না....
তুমি তো আমাকে বুঝলে না~
তুমি তো আমাকে বুঝলে না..
[INTERLUDE
তুমি তো আমাকে চিনলে না..
তুমি তো আমাকে চিনলে না..
সবুজ, এ মনকে ভালোবাসা
দিয়ে কেন? জানলে না...
তুমি তো আমাকে চিনলে না..
হৃদয় যদি না, হয় রঙ্গীন...
হৃদয় যদি না~ হয় রঙ্গীন~
হৃদয় যদি না, হয় রঙ্গীন~
মনের আকাশে, কখনোও কি~ আসে
রোদ ছায়া মাখা~ সোনালী দিন?
রঙ করা কাঁচ, পারেনা রাঙ্গাতে মন
শিখলে না তুমি শিখলে না~~
তুমি তো আমাকে বুঝলে না~
তুমি তো আমাকে বুঝলে না~
না বোঝার ভীড়ে, হারানো আমি কে....
না বোঝার ভীড়ে, হারানো আমি কে...
খুঁজলে না তুমি খুঁজলে না~
তুমি তো আমাকে বুঝলে না~
তুমি তো আমাকে বুজলে না