মনে পড়ে সেই দিনটি...
যেদিন~পাখীকে গাইতে দেখে..,
আমারও গাইতে, ইচ্ছে হোল....
মনে পড়ে সেই দিনটি~~
মনে পড়ে সেই দিনটি...
☆আমি, ভয়ে ভয়ে মুখ~খুললাম,
এই কন্ঠেতে সুর তুললাম।
☆আমি,ভয়ে ভয়ে মুখ~খুললাম,
এই কন্ঠেতে সুর তুললাম....
আ আ আ আ~~~~~
☆আমি,ভয়ে ভয়ে মুখ~খুললাম,
এই কন্ঠেতে সুর তুললাম...
অনেক অনেক স্বপ্ন দুচোখে,
চাইতে ইচ্ছে হোলো~
☆মনে পড়ে সেই দিনটি~~
মনে পড়ে সেই দিনটি
@Sabibayasmin05 & Hamid_WE
[তবুও আজও তো হলোনা জানা,
সেদিন কোথায়? জ্বললো আলো...।
সেই প্রথম, গানটি শুনে...
তার প্রথম লাগলো ভালো।
তবুও আজও তো হলোনা জানা]
☆আমি তারি খোঁজে কতো ঘুরলাম,
কতো স্মরণের, ফুল ছুঁড়লাম.....।
আ আ আ আ~~~~~
☆আমি...তারি খোঁজে কতো ঘুরলাম,
কতো স্মরণের ফুল ছুঁড়লাম.....।
আজি তারি সে প্রেরণা নিয়েই
তরীটি বাইতে ইচ্ছে হোল...।
মনে পড়ে সেই দিনটি...
যেদিন~পাখীকে গাইতে দেখে..,
আমারও গাইতে, ইচ্ছে হোল..
মনে পড়ে সেই দিনটি~~
মনে পড়ে সেই দিনটি...