menu-iconlogo
huatong
huatong
avatar

কে তুমি তন্দ্রাহরণী

মান্না দে Manna Dey,Prabhas Deyhuatong
raulgiovaninihuatong
เนื้อเพลง
บันทึก
কে তুমি, কে তুমি

কে তুমি তন্দ্রাহরণী

কে তুমি তন্দ্রাহরণী

দাঁড়িয়ে আমার চোখের আগে

রাঙালে এ মন পুস্পরাগে

কে গো চম্পাবরণী

কে তুমি তন্দ্রাহরণী

কে তুমি তন্দ্রাহরণী

আজ তোমায় দেখে হলো মনে

তুমি ছিলে মনের কোণে

আজ তোমায় দেখে হলো মনে

তুমি ছিলে মনের কোণে

তোমার ডাকেই কূল হারালো

তোমার ডাকেই কূল হারালো

আমার স্বপ্নতরণী

আমার স্বপ্নতরণী

কে তুমি তন্দ্রাহরণী

কে তুমি তন্দ্রাহরণী

তুমি বোঝ নাকি, তুমি বোঝ নাকি

তুমি বোঝ নাকি, তুমি বোঝ নাকি

প্রাণের বিরাম জানে না আমার বনের পাখি

ওই ভ্রমর আঁখির গুঞ্জরণে

ফুল ফোটে তাই মনো পবনে

ওই ভ্রমর আঁখির গুঞ্জরণে

ফুল ফোটে তাই মনো পবনে

মিলন মায়ায় হয় একাকার

মিলন মায়ায় হয় একাকার

সাধের স্বর্গধরণী

সাধের স্বর্গধরণী

কে তুমি তন্দ্রাহরণী

দাঁড়িয়ে আমার চোখের আগে

রাঙালে এ মন পুস্পরাগে

কে গো চম্পাবরণী

কে তুমি তন্দ্রাহরণী

কে তুমি তন্দ্রাহরণী

কে তুমি তন্দ্রাহরণী

เพิ่มเติมจาก মান্না দে Manna Dey,Prabhas Dey

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ