menu-iconlogo
huatong
huatong
avatar

মনরে হরে কৃষ্ণ বল

রবিনhuatong
➳ᴹᴿ.🎠🌹RABIN💥HALDIA🌹🎠huatong
เนื้อเพลง
บันทึก
?মনরে হরে কৃষ্ণ বল?

লিরিক্স আপলোড By Rabin

?মনরে হরে কৃষ্ণবল

সোজা পথে চল

নইলে বিপদ আছে সামনে।?

?মনরে হরে কৃষ্ণবল

সোজা পথে চল

নইলে বিপদ আছে সামনে।?

তুমি যাহা কর গোপনে

যানে তোমার মনে।

যাহা কর গোপনে

যানে তোমার মনে।

সাক্ষী দেবে একদিন

শেষের অধিনে।

হরে কৃষ্ণবল

সোজা পথে চল

নইলে বিপদ আছে সামনে।?

মনরে হরে কৃষ্ণবল

সোজা পথে চল

নইলে বিপদ আছে সামনে।?

এই ভবে আশার কালে

কি বলিয়া এসেছিলে।

মায়াতে ডুবিয়া সব হারাইলে।

এই ভবে আশার কালে

কি বলিয়া এসেছিলে।

মায়াতে ডুবিয়া সব হারাইলে।

ভাব সব অকারন

একদিন হবে মরন।

ভাব সব অকারন

একদিন হবে মরন।

ফুরাইবে তোর

সাধের দেহ শশ্মানে।?

হরে কৃষ্ণবল

সোজা পথে চল

নইলে বিপদ আছে সামনে।?

মনরে হরে কৃষ্ণবল

সোজা পথে চল

নইলে বিপদ আছে সামনে।?

?টাকা পয়সা দালান বাড়ি

জীবন গেলে রইবে পড়ি

সঙ্গের সাথী তোমার

কেউতো হবে না রে।?

টাকা পয়সা দালান বাড়ি

জীবন গেলে রইবে পড়ি

সঙ্গের সাথী তোমার

কেউতো হবে না রে।?

তাই রত হও মালার নামে

মন মজাও কৃষ্ণনামে।

তাই রত হও মালার নামে

মন মজাও কৃষ্ণনামে।

হরি বলে জল

ঝরাও নয়নে।

হরে কৃষ্ণবল

সোজা পথে চল

নইলে বিপদ আছে সামনে।?

তুমি যাহা কর গোপনে

যানে তোমার মনে।

তুমি যাহা কর গোপনে

যানে তোমার মনে।

সাক্ষী দেবে একদিন

শেষের অধিনে।

হরে কৃষ্ণবল

সোজা পথে চল

নইলে বিপদ আছে সামনে।?

মনরে হরে কৃষ্ণবল

সোজা পথে চল

নইলে বিপদ আছে সামনে।?

মনরে হরে কৃষ্ণবল

সোজা পথে চল

নইলে বিপদ আছে সামনে।?

? সমাপ্ত?

เพิ่มเติมจาก রবিন

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ