menu-iconlogo
huatong
huatong
avatar

তোমার চেয়ে আরো সুন্দর

রবি চৌধুরীhuatong
꧁༒☬🅰🅼🅸🅽༒🇧🇩꧂huatong
เนื้อเพลง
บันทึก
See who's singing “তোমার চেয়ে আরো সুন্দর কেউ না থাকুক

Lyrics: তোমার চেয়ে আরো…

শিল্পী :রবি চৌধুরী এ্যালবাম পাশাপাশি

তোমার চেয়ে আরো সুন্দর

------------------------

কেউ না থাকুক পৃথিবীতে

-------------------------

আমি চাইনা তোমায় নিয়ে গর্ব আমার কেউ

আসুক তা ভেঙে দিতে

-------------------------

তোমার চেয়ে আরো সুন্দর

কেউ না থাকুক পৃথিবীতে

চাইনা তোমায় নিয়ে গর্ব আমার

কেউ আসুক তা ভেঙে দিতে

MUSTI unlimited family

ফুল পরী জারা,তারা কল্পনায়

বাস্তবতায় শুধু তুমি

আমার জীবন পূর্ণ এখন স্বর্গের যেন আমি

ফুল পরী যারা তারা কল্পনায়

বাস্তবতায় শুধু তুমি

আমার জীবন পূর্ণ এখন স্বর্গে যেন আমি

বাঁচি যদি বাঁচবো আমি

তোমার আচল ছায়া তে

তোমার চেয়ে আরো সুন্দর

কেউ না থাকুক পৃথিবীতে

চাইনা তোমায় নিয়ে গর্ব আমার

কেউ আসুক তা ভেঙে দিতে••••

Sid-13384523708

তুমি আছো সুরে গড়া আল্পনায়

শব্দমালায় সেও তুমি

তোমার ভুবন চন্দ্রগ্রহণ দেব না হতে আমি

তুমি আছো সুরে গড়া আল্পনায়

শব্দমালায় সেও তুমি

তোমার ভুবন চন্দ্রগ্রহণ দেব না হতে আমি

মরে যদি মরব আমি

তোমার শুধু প্রেমেতে

তোমার চেয়ে আরো সুন্দর

-------------------------

কেউ না থাকুক পৃথিবীতে

--------------------------

আমি চাইনা তোমায় নিয়ে গর্ব আমার

কেউ আসুক তা ভেঙে দিতে

তোমার চেয়ে আরো সুন্দর

কেউ না থাকুক পৃথিবীতে

চাইনা তোমায় নিয়ে গর্ব আমার

কেউ আসুক তা ভেঙে দিতে

কেউ আসুক তা ভেঙে দিতে

কেউ আসুক তা ভেঙে দিতে•••••••

======== Good Bye ========

ATIF & AMIN exclusive

เพิ่มเติมจาก রবি চৌধুরী

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ