পাগল এই মনটা
শিল্পী ঃ রবি চৌধুরীর
আপলোড ঃ A R. RIPON
ফেমেলি ঃ SRF & KMF
Wait-------
পাগল এই মনটা
তোমাকেই পেতে চায়
আমি তাই কোন বাধা মানি না।
পাগল এই মনটা
তোমাকে পেতে চায়
আমি তাই কোন বাধা মানি না।
তুমি যেখানে যাবে
আমি সেখানেই যাব
তোমার আমার মাঝে
বাধার দেয়াল আমি রাখবোনা
পাগল এই মনটা
তোমাকেই পেতে চায়
আমি তাই কোন বাধা মানিনা।
wait--------
SRF& KMF
AR.RIPON
হাজারো তারা জলে
হেসে খেলে চলে জোনাকি
এমনও রাতে আমি
কি করে যে থাকি একাকী?
হাজারো তারা জলে
হেসে খেলে চলে জোনাকি
এমনও রাতে আমি
কি করে যে থাকি একাকী?
শোন আমারি মনে
মিশে আছো তুমি
তোমাকে কারো কাছে
কোনদিন ও যেতে দেব না?
পাগল এই মনটা
তোমাকে পেতে চায়
আমি তাই কোন বাধা মানিনা।।।
wait------
AR.RIPON
KMF & SRF
সাজিয়ে দাও তুমি
ফুলে ফুলে এই আংগিনা
কখনো ভুল বুঝে
আমাকে ছেড়ে যেওনা?
সাজিয়ে দাও তুমি
ফুলে ফুলে এই আংগিনা
কখনো ভুল বুঝে
আমাকে ছেড়ে যেওনা?
শোন আমারি কথা
এই চোখেরি পাতা
তোমাকে এত দেখি
তবুও তার সাধ মিটলো না।
পাগল এই মনটা
তোমাকেই পেতে চায়
আমি তাই কোন বাধা মানিনা
তুমি যেখানে যাবে
আমি সেখানেই যাব
তোমার আমার মাঝে
বাধার দেয়াল আমি রাখবোনা
পাগল এই মনটা
তোমাকেই পেতে চায়
আমি তাই কোন বাধা মানিনা
?ধন্যবাদ ?