menu-iconlogo
huatong
huatong
avatar

যখন তুমি বাঁধছিলে তার--OldbeatFM Presents

রবীন্দ্রনাথ ঠাকুরhuatong
OldbeatFMhuatong
เนื้อเพลง
บันทึก
OldbeatFM Presents

যখন তুমি বাধছিলে তার

Written On 1914

রবীন্দ্রনাথ ঠাকুর

যখন তুমি বাধছিলে তার

সে যে বিষম ব্যাথা

যখন তুমি বাধছিলে তার

বাজাও বাজাও বীনা ভোলাও

ভোলাও ভোলাও সকল দুঃখের কথা

যখন তুমি বাধছিলে তার

সে যে বিষম ব্যাথা

যখন তুমি বাধছিলে তার

OldbeatFM Presents

এতদিন যা সংগোপনে

ছিলো তোমার মনে মনে

আজকে আমার তারে তারে

শুনাও শুনাও সে বারতা

যখন তুমি বাধছিলে তার

সে যে বিষম ব্যাথা

যখন তুমি বাধছিলে তার

OldbeatFM Presents

আর বিলম্ব করো নাগো ঐ যে নেবে বাতি

দুয়ারে মোর নীশিথিনী রয়েছে কান পাতি

আর বিলম্ব করো নাগো ঐ যে নেবে বাতি

দুয়ারে মোর নীশিথিনী রয়েছে কান পাতি

বাঁধলে যে সুর তারায় তারায় অন্তবিহীন অগ্নি ধারায়

সেই সুরে মোর বাজাও প্রানে

বাজাও তোমার ব্যাকুলতা

যখন তুমি বাধছিলে তার

সে যে বিষম ব্যাথা

যখন তুমি বাধছিলে তার

সে যে বিষম ব্যাথা

যখন তুমি বাধছিলে তার

this track created by OldbeatFM

oldbeatfm@gmail.com

Thank You

เพิ่มเติมจาก রবীন্দ্রনাথ ঠাকুর

ดูทั้งหมดlogo

อาจถูกใจคุณ