আমি তোর চোখের দিকে তাকিয়ে
কিছু বলতে চাই তোকে
আমি তোর মনটা ছুয়ে
স্বপ্ন দিয়ে আঁকব যে তোকে
আমি তোর চোখের দিকে তাকিয়ে
কিছু বলতে চাই তোকে
আমি তোর মনটা ছুয়ে
স্বপ্ন দিয়ে আঁকব যে তোকে
তুই থাকলে রাজি ধরবো বাজি
কোন কিছু না ভেবে
তুই থাকলে রাজি ধরবো বাজি
কোন কিছু না ভেবে
ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে
ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে
তুই তাকালে মেঘের পালে
ডানা মেলে উড়ে গাংচিল
তোর ইশারা দিচ্ছে
সাড়া,হৃদয় সুখের অন্তমিল
ও তুই তাকালে মেঘের পালে
ডানা মেলে উড়ে গাংচিল
তোর ইশারা দিচ্ছে
সাড়া,হৃদয় সুখের অন্তমিল
তুই থাকলে রাজি ধরবো বাজি
কোন কিছু না ভেবে
তুই থাকলে রাজি ধরবো বাজি
কোন কিছু না ভেবে
ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে
ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে
খুব অদূরে রাত্রি ভোরে
ইচ্ছে গুলো হচ্ছে নিখুঁজ
জানা শোনা তোর বায়না আনমুনা হয়ই আমি অবুঝ
খুব অদূরে রাত্রি ভোরে
ইচ্ছে গুলো হচ্ছে নিখুঁজ
জানা শোনা তোর বায়না আনমুনা হয়ই আমি অবুঝ
ও
তুই থাকলে রাজি ধরবো বাজি
কোন কিছু না ভেবে
তুই থাকলে রাজি ধরবো বাজি
কোন কিছু না ভেবে
ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে
ও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে